ফরিদপুরের ১০ গ্রামে ঈদুল আজহা শনিবার

ফরিদপুর থেকে | প্রকাশিত: ৯ জুলাই ২০২২, ০৭:৩২

ফরিদপুরের ১০ গ্রামে ঈদুল আজহা শনিবার

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার ১০টি গ্রামের আংশিক মানুষ শনিবার (৯ জুলাই) পবিত্র ঈদুল আজহা উদযাপন করবেন। সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর সঙ্গে মিল রেখে অগ্রীম ঈদ উদযাপন করবেন তারা।

খোঁজ নিয়ে জানা গেছে, বোয়ালমারী উপজেলার শেখর ও রুপাপাত ইউনিয়নের ১০টি গ্রামের মানুষ মধ্যপ্রাচ্যের সঙ্গে মিল রেখে একদিন আগে পবিত্র ঈদুল আজহার নামাজ আদায় ও কোরবানি দেবেন।

রাখালতলী পুরাতন মসজিদের ইমাম জয়নাল ফকির বলেন, ‘উপজেলার শেখর ও রুপাপাত ইউনিয়নের ১০টি গ্রামের কয়েক হাজার মানুষ একদিন আগে ঈদ উদযাপন করবেন। তবে দুটি গ্রামের সবাই না। অন্যরা রোববার (১০ জুলাই) স্বাভাবিক নিয়মে ঈদ উদযাপন করবেন।’

এ বিষয়ে বোয়ালমারী উপজেলার শেখর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামাল আহমেদ বলেন, রূপাপাত ও শেখর ইউনিয়নের ১০টি গ্রামের আংশিক মানুষ দীর্ঘদিন ধরে সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের সঙ্গে মিল রেখে রোজা ও কোরবানির ঈদ উদযাপন করে আসছেন। সে হিসেবে শনিবার তারা ঈদ উদযাপন করবেন।




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top