পটুয়াখালীতে ২৯ ঈদ জামাত অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১০ জুলাই ২০২২, ০৪:২০
মধ্যপ্রাচ্যসহ সৌদি আরবের সঙ্গে মিল রেখে পটুয়াখালী জেলার বেশ কয়েকটি এলাকায় ঈদুল আজহা উদযাপিত হচ্ছে। শনিবার (৯ জুলাই) জেলার বিভিন্ন উপজেলায় মোট ২৯টি ঈদ জামাত অনুষ্ঠিত হয়েছে।
পটুয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার আহমাদ মাঈনুল হাসান বিষয়টি নিশ্চিত করে বলেন, শান্তিপূর্ণভাবে বিভিন্ন উপজেলায় ২৯টি ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছ। এসব স্থানে পুলিশের পক্ষ থেকে প্রয়োজনীয় নিরাপত্তা নিশ্চিত করা হয়।
শনিবার সকাল নয়টায় পটুয়াখালী সদর উপজেলার বদরপুর দরবার শরিফ মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হয়। এছাড়া সকাল আটটায় কলাপাড়া উপজেলার ধানখালী ইউনিয়নের উত্তর নিশানবাড়িয়া জাহাগিরিয়া শাহ সুফি মমতাজিয়া দরবার শরীফ প্রাঙ্গণেও ঈদের জামাত অনুষ্ঠিত হয়। গলাচিপা উপজেলার ডাকুয়া ইউনিয়নের গাজী বাড়ি শাহ সুফি মমতাজিয়া জাহাগিরিয়া খানকা শরিফ ঈদগাহ ময়দানে সকাল সাড়ে আটটায় ঈদের জামাত অনুষ্ঠিত।
রাঙ্গাবালী উপজেলার পশুরবুনিয়া শাহ সুফি মমতাজিয়া জামে মসজিদ, চর যমুনা শাহ সুফি মমতাজিয়া জামে মসজিদ, সেনের হাওলা দালাল বাড়ি শাহ সুফি মমতাজিয়া জামে মসজিদ, উত্তর পশুরবুনিয়া শাহ সুফি মমতাজিয়া জামে মসজিদ, নিজ হাওলা শাহ সুফি মমতাজিয়া জামে মসজিদ, ফুলখালী শাহ সুফি মমতাজিয়া জামে মসজিদ ও কোড়ালিয়া শাহ সুফি মমতাজিয়া জামে মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে।
ঈদের নামাজ শেষে মুসল্লিরা কোলাকুলি ও মিষ্টি মুখ করেন। পরে পশু কোরবানি দেওয়া হয়।
এনএফ৭১/আরআর/২০২২
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।