গ্রাম বাংলার ঐতিহ্যবাহী পাতা খেলা অনুষ্ঠিত
হিলি থেকে | প্রকাশিত: ১৫ জুলাই ২০২২, ০০:১৫
দিনাজপুর জেলার হিলিতে অনুষ্ঠিত হলো গ্রাম বাংলার ঐতিহ্যবাহী পাতা খেলা। ঈদুল আযহার আনন্দ আরও বেশি উপভোগ করতে গতকাল বুধবার উপজেলার কাদিপুর গ্রামের মাঠে অনুষ্ঠিত হয় এই পাতা খেলা।
দক্ষিন কাদিপুর সূর্য শিখা ক্লাব ও পাঠাগারের আয়োজনে অনুষ্ঠিত এই খেলা উপভোগ করতে আশপাশের গ্রাম থেকে শত-শত নারী-পুরুষ আর শিশুরা উপস্থিত হয় মাঠ প্রঙ্গনে। বিকেল ৫টা বাজতেই দর্শকের উপস্থিতিতে কানায়-কানায় ভরে ওঠে খেলার মাঠ। শুরু হয় পাতা খেলা।
প্রতিটি দলে ৩জন করে ৮টি দলে মোট ২৪ জন প্রতিযোগী পাতা খেলায় অংশ নিয়ে শুরু করেন তাদের তন্ত্রমন্ত্র। তুমুল প্রতিদন্ন্দ্বিতা শেষে সকলকে পিছনে ফেলে বিজয়ী হন তান্ত্রিক তছলিম হোসেন। আয়োজকদের পক্ষে বিজয়ী দলকে একটি খাসি উপহার দেওয়া হয়।
কাদিপুর র্সূয শিখা ক্লাবের ক্রীড়া সম্পাদক সাদ্দাম হোসেন বলেন, গ্রাম বাংলার ঐতিহ্যবাহী এই খেলাকে ধরে রাখতে এবং এই খেলার সাথে নতুন প্রজন্মদের পরিচত করতেই এই পাতা খেলার আয়োজন।
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।