শনিবার, ৫ এপ্রিল ২০২৫, ২১ চৈত্র ১৪৩১

নদীতে গোসলে নেমে কিশোরের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১৭ জুলাই ২০২২, ০৫:৩৫

নদীতে গোসলে নেমে কিশোরের মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে মেঘনা নদীতে গোসলে নেমে হিমেল (১৫) নামের এক কিশোরের মৃত্যু হয়েছে।

শনিবার (১৬ জুলাই) দুপুরে উপজেলার দুর্গাপুর ইউনিয়নের বাহাদুরপুর এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। হিমেল জেলার বিজয়নগর উপজেলার পাহাড়পুর ইউনিয়নের আউলিয়া বাজার এলাকার জজ মিয়ার ছেলে।

দুর্গাপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড সদস্য মো. নুরুজ্জামান বলেন, ঈদের পর গত দুদিন আগে খালার বাড়িতে বেড়াতে আসে হিমেল। শনিবার দুপুরে তার খালাতো ভাইদের নিয়ে মেঘনা নদীতে গোসল করতে যায় সে। হঠাৎ হিমেল নদীর পানিতে তলিয়ে যায়। তার খালাতো ভাই চিৎকার দিলে আশপাশের লোকজন অনেক খোঁজাখুঁজি করে হিমেলকে উদ্ধারের আশুগঞ্জ মেডিল্যাব হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করেন।

আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজাদ রহমান বলেন, বিষয়টি জেনেছি। নৌপুলিশকে ঘটনাটি জানানো হয়েছে। তারা ঘটনাস্থলে গেছে।

এনএফ৭১/আরআর/২০২২




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top