ফকিরহাটে ভ্রাম্যমাণ আদালতের ৯ মামলা ও ২৭ হাজার টাকা জরিমানা
ফকিরহাট | প্রকাশিত: ১৮ জুলাই ২০২২, ০৯:০৬
বাগেরহাটের ফকিরহাট উপজেলার বিভিন্ন স্থানে ভ্রাম্যমাণ আদালত (মোবাইল কোর্ট) পরিচালনার মাধ্যমে মামলা ও জরিমানা করা হয়েছে। রোববার (১৭ জুলাই) বিকাল ৪টা থেকে সন্ধ্যা পর্যন্ত মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মনোয়ার হোসেন।
মোবাইল কোর্ট পরিচালনা কালে ঢাকা-খুলনা মহাসড়কের ফকিরহাট উপজেলার বিভিন্ন স্থানে পরিবহন আইন লঙ্ঘনের দায়ে সড়ক পরিবহন আইন-২০১৮ অনুযায়ী ০৪টি মামলা দায়ের করা হয়।
উপজেলার বিভিন্ন স্থানে আইন অমান্য করে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন-২০১০ অনুযায়ী দুটি পৃথক মামলায় ৩ টি অবৈধ ড্রেজার জব্দ করে ভ্রাম্যমাণ আদালত।
এছাড়া উপজেলার ৩টি করাতকলে অভিযান চালিয়ে আইন লঙ্ঘনের দায়ে করাতকল লাইসেন্স বিধিমালা (২০১২) অনুযায়ী ৩টি মামলা দায়ের করা হয়। এ সময় মহাসড়কে ঝুঁকিপূর্ণ এলাকার একটি অবৈধ করাতকল বন্ধ করে দেন মোবাইল কোর্টের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মনোয়ার হোসেন।
মোবাইল কোর্ট পরিচালনার সময় ৯টি মামলার পাশাপাশি ২৭ হাজার টাকা জরিমানা করা হয়।
বিষয়: ফকিরহাট ভ্রাম্যমাণ আদালত
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।