লক্ষ্মীপুরে ৩য় ধাপে ঘর হস্তান্তর নিয়ে জেলা প্রশাসনের প্রেস ব্রিফিং

লক্ষীপুর থেকে | প্রকাশিত: ২০ জুলাই ২০২২, ০৬:৫৫

লক্ষ্মীপুরে ৩য় ধাপে ঘর হস্তান্তর নিয়ে জেলা প্রশাসনের প্রেস ব্রিফিং

২১ জুলাই গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে লক্ষ্মীপুরে ১৪২টি ভূমিহীন ও গৃহহীন পরিবার মাঝে জমিসহ ঘর হস্তান্তর করবেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার (১৯ জুলাই) বেলা ১২টায় লক্ষ্মীপুর জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান জেলা প্রশাসক মো: আনোয়ার হোছাইন আকন্দ।

জেলা প্রশাসক জানান, এসময় প্রধানমন্ত্রী জেলার রায়পুর ও রামগঞ্জ উপজেলাকে ভূমিহীন মুক্ত ঘোষণা করবেন। পরে অন্যান্য উপজেলা সমূহে আনুষ্ঠানিক ভাবে মোট ৪৩৬ টি ঘর বুঝিয়ে দেওয়া হবে আনুষ্ঠানিক ভাবে। ৩য় ধাপে পর্যায়ত্রমে লক্ষ্মীপুরের ৫টি উপজেলার ১৪৪২টি পরিবারের মাঝে ঘর প্রদান করা হবে। এর মধ্যে সদর ৩০০টি, রায়পুর ৩০০টি, রামগঞ্জ ১৯২টি, রামগতি ৩৯০টি, কমলনগর ২৬০ পরিবার।

এসময় অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সাজিয়া পারভীন, অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি মেহের নিগারসহ জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন

এনএফ৭১/আরআর/২০২২




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top