বাংলাদেশের জলসীমায় ১৬ ভারতীয় জেলে আটক

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ২১ জুলাই ২০২২, ১২:২৭

বাংলাদেশের জলসীমায় ১৬ ভারতীয় জেলে আটক

 

বাংলাদেশের জলসীমায় প্রবেশ করে অবৈধভাবে মাছ শিকারের দায়ে একটি ট্রলারসহ ১৬ ভারতীয় জেলেকে আটক করেছে নৌবাহিনী।

মঙ্গলবার (১৯ জুলাই) রাতে পটুয়াখালীর পায়রা বন্দরের ফেয়ার বয়া হতে ৩৫ নটিক্যাল মাইল দক্ষিণ অংশের গভীর সমুদ্র থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন- হরলাল দাস (৫০), ব্রিটিশ দাস (৪৮), পঙ্কজ দাস (২৬), রাজা দাস (২২), স্বপন দাস (৪৮), জগবন্ধু দাস (৬২), আপন দাস (৬০), হৃদয় দাস (২৭), দীপক দাস (৩০), শুনিল দাস (৪৭), জয় হরিদাস (৪৫), সত্য লালদাস (২৫), রনজিত (২৪), গোপাল পাল (৩৯), হরিদাস (৩২) ও সমির (৫০)।

আটককৃতদের নামে কলাপাড়া থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে। তাদের বাড়ি ভারতের দক্ষিণ চব্বিশ পরগনা প্রদেশে।

নৌবাহিনী জানায়, গতকাল রাতে গভীর সমুদ্রে টহল দিচ্ছিল নৌবাহিনীর একটি জাহাজ। এসময় বাংলাদেশের জলসীমায় প্রবেশ করে মাছ শিকার করছিল ভারতীয় ৫ থেকে ৬টি ট্রলার। পরে তাদের ধাওয়া দিয়ে একটি ট্রলারসহ ১৬ জেলেকে আটক করা হয়।

মংলা জোনের বানৌজা গোমতী জাহাজের অধিনায়ক কমান্ডার আরিফ হোসেন বলেন, ‘গভীর সাগরে টহলকালে একটি ট্রলারসহ তাদের আটক করা হয়েছে। বুধবার সন্ধ্যায় আটককৃতদের পায়রা বন্দর নৌ পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।’

পায়রা বন্দর নৌ পুলিশের ওসি মোমেনুর রহমান বলেন, ‘নৌবাহিনীর সদস্যরা ভারতীয় একটি ট্রলারসহ ১৬ জেলেদের আমাদের কাছে হস্তান্তর করেছে। কলাপাড়া থানা পুলিশের কাছে এদের সোপর্দ করবো।’

কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসিম বলেন, ‘ভারতীয় জেলেদের আটকের খবর পেয়েছি। পায়রা বন্দর নৌ পুলিশ আমাদের সঙ্গে যোগাযোগ করেছে।’



বিষয়: জেলে আটক


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top