ফকিরহাটে তিন জুয়াড়িকে মোবাইল কোর্টের সাজা

ফকিরহাট থেকে | প্রকাশিত: ২৪ জুলাই ২০২২, ০৬:৫১

ফকিরহাটে তিন জুয়াড়িকে মোবাইল কোর্টের সাজা

বাগেরহাটের ফকিরহাটে জুয়া খেলার অপরাধে তিন জুয়াড়িকে দশ দিন করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে মোবাইল কোর্ট।

মোবাইল কোর্টের এক্সিকিউটিভ ম্যজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মনোয়ার হোসেন জানান, শনিবার (২৩ জুলাই) সকালে ডহরমৌভোগ এলাকায় একটি মৎস্য ঘেরের বাসায় প্রকাশ্যে জুয়া খেলার খবর পেয়ে তাদেরকে ঘটনাস্থলে আটক করা হয়। এরপর মোবাইল কোর্টের বসিয়ে ফকিরহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যজিস্ট্রেট মো. মনোয়ার হোসেন আটককৃতদের দশ দিন করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।

সাজাপ্রাপ্ত আসামীরা হলো ডহরমৌভোগ গ্রামের ননী গোপাল বৈরাগীর ছেলে নরেশ বৈরাগী (৩২), একই গ্রামের কৌতুক হীরার ছেলে আশীষ হীরা (৩৫) ও মৌভোগ গাজাীপাড়ার মুসা গাজীর ছেলে আফজাল গাজী (৪৮)। অভিযানকালে এসআই রফিকুল ইসলাম, তরিকুল ইসলাম ও এএসআই আব্দুল্লাহ আল মামুন সহ মডেল থানা পুলিশের একটি দল উপস্থিত ছিলেন।

এ ব্যাপারে এক্সিকিউটিভ ম্যজিস্ট্রেট ও ইউএনও মো. মনোয়ার হোসেন বলেন, ফকিরহাট উপজেলা মাসিক আইন শৃঙ্খলা কমিটির সিদ্ধান্ত মোতাবেক বঙ্গীয় প্রকাশ্য জুয়া আইনে তিন অভিযুক্তকে শাস্তি প্রদান করা হয়েছে। জুয়া খেলা বন্ধে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top