ফকিরহাটে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষ্যে নানা কর্মসূচি পালন
বাগেরহাট থেকে | প্রকাশিত: ২৫ জুলাই ২০২২, ১১:১৫
“নিরাপদ মাছে ভরবো দেশ বঙ্গবন্ধুর বাংলাদেশ ”এই শ্লোগানে বাগেরহাটের ফকিরহাটে জাতীয় মৎস্য সপ্তাহের নানা কর্মসূচি পালিত হয়েছে। রোববার (২৪ জুলাই) সকাল ১০ টায় উপজেলা পরিষদ চত্তর থেকে রঙ বেরঙের ব্যানার, ফেস্টুন নিয়ে বিভিন্ন শ্রেণি পেশার মানুষের অংশগ্রহনে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করার মাধ্যমে দিনের কর্মসূচি শুরু হয়।
কর্মসূচির অংশ হিসেবে উপজেলা পরিষদ পুকুরে মাছের পোনা অবমুক্ত করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মনোয়ার হোসেন ও সিনিয়র মৎস কর্মকর্তা জ্যোতি কনা দাস।
ফকিরহাট উপজেলা পরিষদ অডিটোরিয়ামে শতাধিক মৎস চাষী ও নানা শ্রেণি পেশার মানুষের অংশগ্রহণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা শেষে উপজেলার শ্রেষ্ঠ মৎস চাষীদের ক্রেস্ট ও সনদ প্রদান করা হয়। এছাড়া মৎস্য খাতে বর্তমান সরকারের অগ্রগতি ও সাফল্য বিষয়ে প্রামান্যচিত্র প্রদর্শন করা হয়।
এ সময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান শেখ মোস্তাহিদ সূজা, ফকিরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মু. আলীমুজ্জামান, মহিলা বিষয়ক কর্মকর্তা তাহিরা খাতুন, মৎস্য বিভাগের মেরিন ফিসারিজ মো. আরমন হোসেন, ক্ষেত্র সহকারী পলাশ সেন, সিএম জিল্লুর রহমান, মাঠ সহায়ক আলমগীর হোসেন, কমলেশ দাশ সহ বিভিন্ন সরকারি ও বেসরকারি দপ্তরের কর্মকর্তা, মাছচাষী এবং বিভিন্ন শ্রেণি পেশার মানুষ।
এনএফ৭১/আরআর/২০২২
বিষয়: বাগেরহাট জাতীয় মৎস্য সপ্তাহ
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।