পিরোজপুরে মাদক মামলায় যুবকের কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ২৯ জুলাই ২০২২, ০৬:৩১

পিরোজপুরে মাদক মামলায় যুবকের কারাদণ্ড

পিরোজপুরে মাদক মামলায় মো. শাকিল শেখ (২৩) নামে এক যুবককে পাঁচ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। সেই সঙ্গে তাকে দুই হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও তিন মাসের কারাদণ্ড দেওয়া হয়।

বৃহস্পতিবার (২৮ জুলাই) দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক এস এম নূরুল ইসলাম এ রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্ত শাকিল শেখ পিরোজপুর সদরের ভৈরমপুর গ্রামের আব্দুল মান্নান শেখের ছেলে।

আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর (এপিপি) জহুরুল ইসলাম জানান, ২০১৭ সালের ৪ মে র‌্যাব-৮ এর বিশেষ টহল ডিউটি চলাকালে গোপন তথ্যের ভিত্তিতে পিরোজপুর সদর উপজেলার জুজখোলা বাসস্ট্যান্ড এলাকার ভৈরমপুর রাস্তার মুখে মাদক কেনাবেচার সময় মো. শাকিল শেখকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে ১ কেজি ২০০ গ্রাম গাঁজা এবং ১১১ পিস ইয়াবা উদ্ধার করে র‌্যাব। পরে ওইদিন র‌্যাব-৮ এর ডিএডি মো. সৈয়দুজ্জামান বাদী হয়ে থানায় একটি মাদক মামলা করেন।

এ ঘটনায় ২০১৭ সালের ৬ জুন পিরোজপুর সদর থানার উপ-পরিদর্শক (এসআই) মৃণাল চন্দ্র সিকদার আদালতে অভিযোগপত্র জমা দেন। বৃহস্পতিবার আদালত আসামিকে পাঁচ বছরের কারাদণ্ড ও দুই হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও তিন মাসের কারাদণ্ড দেন।

এনএফ৭১/আরআর/২০২২




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top