কুড়িগ্রামে বন্যার্তদের ত্রাণ বিতরণ করেছে আফজাল সাজেদা ফাউন্ডেশন
নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ৩০ জুলাই ২০২২, ০০:১৩
কুড়িগ্রামে সার্বিক বন্যা পরিস্থিতির উন্নতি হলেও এখনো বন্যার পানিতে তলিয়ে রয়েছে চরাঞ্চল ও নিম্নাঞ্চলের ঘর-বাড়ি। দীর্ঘ সময় ধরে পানিবন্দি থাকায় এসব মানুষজন যখন শুকনো খাবার ও বিশুদ্ধ পানির চরম সংকটে ঠিক সেই সময় বন্যা দুর্গতদের পাশে দাড়িয়েছে বাংলাদেশ বিমান বাহিনী মহিলা কল্যান সমিতি এবং আফজাল সাজেদা ফাউন্ডেশন। তাদের যৌথ উদ্যোগে কুড়িগ্রামে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করা হয়েছে।
১৮ জুলাই (সোমবার) কুড়িগ্রামের যাত্রাপুর ইউনিয়নের দেবারী খোলা গ্রামে এই ত্রাণ বিতরণ কর্মসূচি পালিত হয়। ত্রাণ বিতরণ কার্যক্রমে অংশগ্রহণ করেন বাংলাদেশ বিমান বাহিনী মহিলা কল্যান সমিতি ও আফজাল সাজেদা ফাউন্ডেশনের কর্মীরা।
এ সময় ২০০ পরিবারের মাঝে খাদ্য সহায়তার প্যাকেট তুলে দেয়া হয়। সহায়তার সামগ্রীর মধ্যে ছিল চাল, ডাল, তেল, পানি, মোম, ম্যাচ, চিড়াসহ প্রয়োজনীয় খাবার।
উল্লেখ্য, দীর্ঘদিন থেকে আফজাল সাজেদা ফাউন্ডেশন বন্যার্তদের পাশে দাড়ানো, বৃক্ষরোপন কর্মসূচিসহ নানা ধরনের সামাজিক কার্যক্রম পরিচালনা করে আসছে।
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।