লক্ষ্মীপুরে জেলা পরিষদ কর্তৃক জমি দখল নেওয়ার চেষ্টার প্রতিবাদে সংবাদ সম্মেলন

লক্ষীপুর থেকে | প্রকাশিত: ৩১ জুলাই ২০২২, ০৪:৪৮

লক্ষ্মীপুরে জেলা পরিষদ কর্তৃক জমি দখল নেওয়ার চেষ্টার প্রতিবাদে সংবাদ সম্মেলন

লক্ষ্মীপুর পৌরসভায় ৭নং ওয়ার্ডের কালাচাঁন বনিকের বাসার সামনের জমি দখল চেষ্টা ও সন্ত্রাসী হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগীরা। সংবাদ সম্মেলনে দখলের অভিযোগ তোলা হয়েছে লক্ষ্মীপুর জেলা পরিষদের প্রশাসকের নেতৃত্বে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীর বিরুদ্বে। শনিবার দুপুরে লক্ষ্মীপুর প্রেসক্লাবে অভিযুক্ত ব্যক্তিদের নাম উল্লেখ করে এ সংবাদ সম্মেলন করেন ভুক্তভোগী পরিবারের সদস্যবৃন্দ।

লিখিত বক্তব্যে ভুক্তভোগী নাছির আহম্মদ জানান, গতকাল শুক্রবার ২৯ জুলাই ২০২২ ইং সকাল ৭ ঘটিকায় লক্ষ্মীপুর জেলা পরিষদ আমাদের দীর্ঘ ৮০ বছর ধরে ওয়ারিস ও ক্রয়সূত্রে ব্যক্তি মালিকানাধীন সম্পত্তি জোর করে দখল নেওয়ার চেষ্টা করে। এসময় আমরা বাধা দিলে দখলকারীরা আমাদের উপর হামলে করে কয়েকজনকে গুরুতর আহত করে। কোন নোটিশ করা ছাড়াই জেলা পরিষদের এহেন একঘেয়মি, একপেশী ও বেপরোয়া কর্মকান্ডের আমরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। জেলা পরিষদের মত একটি সেবামূলক প্রতিষ্ঠান থেকে আমরা এ ধরনের কর্মকান্ড আশা করি না। সংবাদ সম্মেলনে বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক্স মিডিয়ার সাংবাদিকরা উপস্তিত ছিলেন।

এনএফ৭১/আরআর/২০২২




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top