নীলফামারীতে ট্রাক্টর-ভ্যান সংঘর্ষ, নিহত ২

নীলফামারী থেকে | প্রকাশিত: ২ আগষ্ট ২০২২, ০৫:১৪

নীলফামারীতে ট্রাক্টর-ভ্যান সংঘর্ষ, নিহত ২

নীলফামারীর ডোমার উপজেলায় ট্রাক্টর ও ভ্যানের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছে। এ সময় আহত হয়েছেন আরও একজন। সোমবার (১ আগস্ট) দুপুরে উপজেলার বোড়াগাড়ী জলঢাকা সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, উপজেলার পাঙ্গা মটুকপুর ইউনিয়নের নদীয়াপাড়া এলাকার মৃত, শুকারু মামুদের ছেলে ভ্যান চালক আফসারুল ইসলাম (৪৫) ও ডিমলা বড় সমজিদ এলাকার লেবু মিয়ার ছেলে জহুরুল ইসলাম (২৫)। এ ঘটনায় নিহত জহুরুলের বোন লিমা আক্তার গুরুতর আহত হয়েছেন। স্থানীয়রা তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করায়। সেখানে তার অবস্থার অবনতি ঘটলে তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থান্তর করা হয়।

স্থানীয়রা জানান, ওইদিন দুপুরে জলঢাকা-বোড়াগাড়ী সড়কের একবোট এলাকায় ঠাকুরগাও থেকে চাল বোঝাই একটি ট্রাক্টর জলঢাকা যাওয়ার পথে বিপরীত দিক থেকে আসা দুইজন যাত্রী নিয়ে একটি ভ্যান বোড়াগাড়ীর দিকে আসছিলো। এ সময় নতুন মসজিদের সামনে ট্রাক্টরের এক্সেল ভেঙ্গে গেলে ট্রাক্টরের ড্রাইভার গাড়ীর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে এবং ট্রাক্টরটি রাস্তার পাশে উল্টে যায়। এ সময় ট্রাক্টরে থাকা বস্তা বোঝাই চাল ভ্যান গাড়ীর উপরে পরলে ভ্যানচালকসহ যাত্রীরা চালের বস্তার নিচে পড়ে যানডোমার থানার অফিসার ইনচার্জ মোঃ মাহমুদ উন নবী জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
ডোমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক কর্মকর্তা ডাঃ আবু সাঈদ দুইজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘটনাস্থলেই জহুরুল ইসলাম নামে একজনের এবং রংপুরে নিয়ে যাওয়ার পথে ভ্যান চালক আফসারুল মারা যান।

ডোমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ উন নবী জানান, লাশ উদ্ধার করা হয়েছে। আইনী কার্যক্রম শেষে পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হবে।




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top