২০ ঘণ্টার আলটিমেটাম দিয়ে সড়ক ছাড়লেন ইন্টার্ন চিকিৎসকরা
নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ৪ আগষ্ট ২০২২, ০৫:৩৯
সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের সামনের সড়কের অবরোধ প্রত্যাহার করেছেন শিক্ষার্থীরা। বুধবার (৩ আগস্ট) দুপুর আড়াইটার দিকে ২০ ঘণ্টার আলটিমেটাম দিয়ে এ সড়ক অবরোধ স্থগিত করেন তারা।
সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার মাহবুবুর রহমান ভূইয়ার আশ্বাসে ২০ ঘণ্টার জন্য আন্দোলন স্থগিত করা হয়।
ওসমানী হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার মাহবুবুর রহমান ভূইয়া বলেন, বিষয়টি নিয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়সহ সরকারের উচ্চপর্যায়ের সঙ্গে আমাদের কথা হয়েছে। তারা সমস্যাটি দ্রুত সমাধানের জন্য কাজ করছেন এবং আমাদের আশ্বস্ত করেছেন আগামী ২৪ ঘণ্টার মধ্যে এ ঘটনার একটি সুরাহা হবে। ব্যাপারটি আন্দোলনরত শিক্ষার্থীদের জানিয়ে রাস্তা থেকে সরে আসতে অনুরোধ করলে তারা আমার ডাকে সাড়া দেন এবং শিক্ষার্থীরা সড়ক থেকে সরে যান।
শিক্ষার্থীরা অবরোধকালে পুলিশের বিরুদ্ধে স্লোগান দিতে থাকেন। তারা বলেন, ‘আমার ভাইয়ের রক্ত কেন প্রশাসন জবাব চাই’, সন্ত্রাসীদের কালো হাত ভেঙে দাও, গুঁড়িয়ে দাও’, ‘লজ্জা নাই লজ্জা নাই, প্রশাসনের লজ্জা নাই’ বলে স্লোগানে মুখর করে তোলেন।
এর আগে দুপুর ১টা ৪০ মিনিটে ওসমানী মেডিকেল কলেজের সামনের সড়ক অবরোধ করে রাখেন তারা। এ সময় রাস্তার উভয় পাশে যান চলাচল বন্ধ হয়ে যায়। ভোগান্তির শিকার হতে হয় হাসপাতালের সেবাগ্রহীতা ও সাধারণ মানুষকে।
অবরোধকালে শিক্ষার্থীরা হাতে স্টাম্প নিয়ে যানবাহন চলাচলের গতি রোধ করতে দেখা যায়। এমনকি তারা অ্যাম্বুল্যান্স চলাচলেও বাধা সৃষ্টি করেন বলেও অভিযোগ করেছেন স্থানীয়রা।
স্থানীয় বাসিন্দা মতিউর রহমান বলেন, এই ভরদুপুরে এভাবে সড়ক অবরোধ করে রাখা বেআইনি। জনদুর্ভোগ সৃষ্টি করার নাম আন্দোলন নয়। কোনো দাবিদাওয়া থাকলে তারা ক্যাম্পাসে গিয়ে যথাযথ কর্তৃপক্ষের কাছে জানাতে পারে।
প্রসঙ্গত, গত সোমবার রাতে দুই শিক্ষার্থীর ওপর হামলার ঘটনায় আন্দোলনে যান ওসমানী মেডিকেল কলেজের শিক্ষার্থীরা। তাদের হয়ে সেবা বন্ধ রেখে হাসপাতাল ছেড়ে রাস্তায় নামেন ইন্টার্ন চিকিৎসকরা।
ঘটনার পর হামলায় জড়িত দুজনকে পুলিশ গ্রেপ্তার করে। সেই সঙ্গে ছাত্রদের দাবির পরিপ্রেক্ষিতে হাসপাতাল ও কলেজ প্রশাসন দুটি মামলা করে। দুটি মামলায় এজাহারনামীয় আটজনকে আসামি করে অজ্ঞাত আরও তিন-চারজনকে অভিযুক্ত রাখা হয়।
উদ্ভূত পরিস্থিতিতে গতকাল মঙ্গলবার ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে রাজনৈতিক নেতৃবৃন্দ, পুলিশ প্রশাসন, কলেজ ও হাসপাতাল প্রশাসন শিক্ষার্থীদের নিয়ে বৈঠকে বসে তাদের ন্যায্য দাবিগুলো মেনে নিলেও অপর আসামিদের গ্রেপ্তারের দাবিতে আন্দোলন অব্যাহত রেখেছেন শিক্ষার্থীরা।
এনএফ৭১/আরআর/২০২২
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।