দীর্ঘ সময় পর বালিয়াকান্দি হাসপাতালে এল আলট্রাসনোগ্রাম
নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ৪ আগষ্ট ২০২২, ০৬:১১
৫৪ বছর পর রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চালু হলো আলট্রাসনোগ্রাম সেবা। দীর্ঘদিন পর এমন সেবা চালু হওয়ায় উপজেলার প্রত্যন্ত গ্রামাঞ্চলের প্রান্তিক মানুষের সবার আনন্দ বিরাজ করছে।
বুধবার (৩ আগস্ট) সকালে বালিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আলট্রাসনোগ্রাম সেবাটি উদ্বোধন করেন রাজবাড়ীর সিভিল সার্জন ডা. মো. ইব্রাহিম টিটন। উদ্বোধন শেষে তিনি হাসপাতালের বিভিন্ন সেবাকক্ষ পরিদর্শন করেন।
এ সময় উপস্থিত ছিলেন আবাসিক মেডিকেল অফিসার ডা. সুমন কুমার সরকার, মেডিকেল অফিসার ডা. নিউটন শিকদার, ডা. সজল কুমার সোম, ডা. শায়লা শারমিন, ডা. জান্নাতুল ফেরদৌস প্রমুখ।
জানা গেছে, বালিয়াকান্দিবাসীর জন্য ১৯৬৮ সালে তৎকালীন সরকার হাসপাতালটি স্থাপন করে। প্রথম দিকে ৩০ শয্যাবিশিষ্ট থাকলেও এলাকার মানুষের স্বাস্থ্যসেবাকে আরও বেগবান করার লক্ষ্যে আওয়ামী লীগ সরকার এটিকে ৫০ শয্যায় উন্নীত করে। তবু হাসপাতালে আলট্রাসনোগ্রাম সেবা ছিল না। প্রতিষ্ঠার ৫৪ বছর পর আজ চালু হলো এই সেবা।
চিকিৎসা নিতে আসা করিম শেখ বলেন, আমাদের আলট্রাসনোগ্রাম প্রয়োজন হলে বাইরে থেকে অর্থাৎ কোনো বেসরকারি হাসপাতাল বা ক্লিনিক থেকে অনেক টাকা দিয়ে করতে হতো। এখন এ সেবা চালু হওয়ায় আমাদের জন্য খুবই ভালো হলো। আমরা ভীষণ উপকৃত হব।
বালিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ নাসের উদ্দিন বলেন, প্রতিষ্ঠার ৫৪ বছর পর হাসপাতালে আলট্রাসনোগ্রাম চালুর মধ্য দিয়ে হাসপাতালটি আরও এক ধাপ এগিয়ে গেল। এখন স্বল্প খরচে উপজেলার সাধারণ মানুষ সেবা নিতে পারবে।
এনএফ৭১/আরআর/২০২২
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।