বাজারে তিনগুণ বেড়েছে সবজির দাম
নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ৫ আগষ্ট ২০২২, ০৬:১৬
তিনদিনের ব্যবধানে তিনগুণ বেড়ছে দিনাজপুরের হিলি বাজারে প্রতিটি সবজির দাম। তীব্র গরম আর কয়েক দিনের টানা বর্ষণে সবজির ক্ষেত নষ্ট হয়ে যাওয়ায় দাম বাড়ছে বলে জানিয়েছেন সবজি ব্যবসায়ীরা। এদিকে হঠাৎ দাম বাড়ায় বিপাকে পড়েছেন নিম্ন আয়ের মানুষজন।
বৃহস্পতিবার (৪আগস্ট) দুপুরে হিলি সবজি বাজার ঘুরে জানা যায়, তিন দিনের ব্যবধানে প্রায় প্রতিটি সবজির দামই অনেক বেড়ে গেছে। তিনদিন আগে পটলের কেজি ছিলো ১০ থেকে ১৫ টাকা, বৃহস্পতিবার তা বিক্রি হচ্ছে ২৫ থেকে ৩০ টাক দরে। এছাড়া ৩০ টাকার বেগুন বিক্রি হচ্ছে ৫০ টাকায়, ১৫ টাকার ঢেঁড়স বিক্রি হচ্ছে ৩০ টাকা কেজিতে। করলার দাম ৩০ টাকা বেড়ে হয়েছে ৮০ টাকা কেজি। ২০ টাকার কাকরল বিক্রি হচ্ছে ৬০ টাকা কেজি দরে।
দাম বাড়ায় সবচেয়ে এগিয়ে রয়েছে কাঁচা মরিচ। নিত্যপ্রয়োজনীয় এ খাদ্য পণ্যটি এ বাজারে বিক্রি হচ্ছে ২০০ টাকা কেজিতে। তিনদিন আগেও মরিচের দাম ছিল ১২০ টাকা।
আতিয়ার রহমান নামে এক ভ্যানচালক বলেন, আমরা গরিব মানুষ। ভ্যান চালিয়ে খাই। বাজারে সবজির দাম যেভাবে বেড়ে গেছে, তাতে আমাদের সংসার চালানোই কঠিন হয়ে দাঁড়িয়েছে। আমাদের আয় তো আগের মতোই আছে।’
ব্যবসায়ী আব্দুল খালেক বলেন, তীব্র গরম আর কয়েক দিনের বৃষ্টির কারণে সবজির ক্ষেত নষ্ট হয়ে গেছে। এই জন্যই সব সবজির দাম চড়া। দুই থেকে তিনদিন হলো সব সবজির দাম বাড়ছে। আমরা বিরামপুর এবং পাঁচাবিবি হাট থেকে এসব সবজি পাইকারি দরে কিনে আনি।
এনএফ৭১/আরআর/২০২২
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।