বাণিজ্যমন্ত্রীর কণ্ঠ নকল করে সম্পাদকের সঙ্গে প্রতারণা
নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ৬ আগষ্ট ২০২২, ০৭:৩৭
বাণিজ্যমন্ত্রী টিপু মুনশির কণ্ঠ নকল করে সিরাজগঞ্জের স্থানীয় পত্রিকা দৈনিক যমুনা প্রবাহর সম্পাদকের সঙ্গে প্রতারণা করেছে একটি চক্র। চক্রের সদস্যরা নিজেদের মন্ত্রীর সহকারী একান্ত সচিব (এপিএস) ও অর্থ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব পরিচয় দিয়ে ১৯ হাজার টাকা হাতিয়ে নিয়েছে।
ভুক্তভোগীর নাম মোস্তফা কামাল। তিনি সিরাজগঞ্জের স্থানীয় দৈনিক যমুনা প্রবাহর প্রকাশক ও সম্পাদক। প্রতারণার ঘটনায় বৃহস্পতিবার (৪ আগস্ট) রাতে দৈনিক যমুনা প্রবাহর নির্বাহী সম্পাদক আব্দুল মজিদ সরকার বাদী হয়ে সদর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।
দৈনিক যমুনা প্রবাহের সম্পাদক মোস্তফা কামাল বলেন, বৃহস্পতিবার সকালে ০১৯৯১-৫৬২২৪১ মোবাইল নম্বর থেকে তার ব্যক্তিগত মুঠোফোন নাম্বারে রাশেদ নামে এক ব্যক্তি ফোন করেন। তিনি নিজেকে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশির এপিএস পরিচয় দেন।
রাশেদ তাকে বলেন, উন্নয়ন পরিকল্পনার অংশ হিসেবে বাণিজ্যমন্ত্রীর নেতৃত্বে দেশি-বিদেশি ১৭ জনের একটি দল সিরাজগঞ্জ আসবেন। তারা পাঁচ দিন জেলায় অবস্থান করবেন। থাকা-খাওয়ার জন্য ভিআইপি হোটেলের ব্যবস্থা করতে হবে।
এরপর বিষয়টি নিয়ে বাণিজ্যমন্ত্রী সরাসরি কথা বলবেন বলে জানান। অপর এক ব্যক্তি তখন মোস্তফার সঙ্গে কথা বলেন; যার কণ্ঠ হুবহু টিপু মুনশির সঙ্গে মিলে যায় বলেও জানান তিনি। ওই ব্যক্তি মোস্তফা কামালকে বলেন, রাশেদ যা বলেছে আপনি সেটি সমন্বয় করেন।
বিষয়: বাণিজ্যমন্ত্রী প্রতারণা
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।