আশুলিয়ায় কার্টনের গোডাউনে আগুন
নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ৭ আগষ্ট ২০২২, ০৬:৩৪
সাভারের আশুলিয়ায় একটি ব্যক্তি মালিকানা কার্টন ও গার্মেন্টস অ্যাকসেসরিজের গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের চারটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।
শনিবার (৬ আগস্ট) বিকেল ৪টার দিকে আশুলিয়ার টংগাবাড়ী এলাকা এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেল ৪টার দিকে ওই গোডাউনে ধোঁয়ার কুণ্ডলী ও আগুন দেখা যায়। পরে ফায়ার সার্ভিসকে খবর দিয়ে স্থানীয়রা প্রাথমিকভাবে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেন। বর্তমানে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট সেখানে কাজ করছে।
ডিইপিজেড ফায়ার সার্ভিসের ডিউটিরত ফায়ারম্যান কাওসার বলেন, বিকেল ৪টার দিকে মেসেজ পেয়েছি। মেসেজ পাওয়া মাত্র ডিইপিজেড ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলের উদ্দেশ্যে বের হয়ে যায়। বর্তমানে ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছে।
এ ব্যাপারে ডিইপিজেড ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার জহিরুল ইসলাম বলেন, খবর পেয়ে ডিইপিজেড ফায়ার সার্ভিসের চারটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। তবে আগুনের উৎপত্তি একটি ব্যক্তি মালিকানাধীন গোডাউন থেকে। সেখানে কার্টন, হ্যাঙ্গার ও গার্মেন্টস অ্যাকসেসরিজের মজুত ছিল। আমরা এখনো কোনো তথ্য সংগ্রহ করতে পারিনি। আগুন নিয়ন্ত্রণে আসলে বিস্তারিত তথ্য জানা যাবে।
এনএফ৭১/আরআর/২০২২
বিষয়: আশুলিয়া অগ্নিকাণ্ড ফায়ার সার্ভিস
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।