চাঁপাইনবাবগঞ্জে বিজয় দিবস উদযাপন
নিউজ ফ্লাশ ৭১ | প্রকাশিত: ১৭ ডিসেম্বর ২০২০, ০০:১৩
চাঁপাইনবাবগঞ্জ থেকে:
চাঁপাইনবাবগঞ্জে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে উদযাপিত হচ্ছে মহান বিজয় দিবস। বুধবার (১৬ডিসেম্বর) সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে অবস্থিত বীর শহীদদের নাম সংবলিত স্মৃতিফলকে জেলা প্রশাসক মো. মঞ্জুরুল হাফিজসহ অন্যান্য দপ্তরের কর্মকর্তারা শ্রদ্ধা নিবেদন করেন।
এরপর চাঁপাইনবাবগঞ্জ শহীদ মুক্তিযোদ্ধাদের নাম সম্বলিত স্মৃতিফলকে ও জাতির পিতার প্রতিকৃতিতে মুক্তিযোদ্ধা সংসদ, পুলিশ প্রাশাসন, রাজনৈতিক দল ও বিভিন্ন সংগঠন ফুল দিয়ে শ্রদ্ধা জানান।
কালেক্টরেট চত্ত্বরে শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিফলকে সুর্যোদয়ের সাথে সাথে সংসদ সদস্য, জেলা মুক্তিযোদ্ধা ইউনিট, জেলা পরিষদ, আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, মহিলালীগ, যুব মহিলালীগ, সিভিল সার্জন অফিসসহ রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠন পুষ্পস্তবক অর্পণ করে। পরে জাতির পিতার প্রতিকৃতিতে পুস্পমাল্য অর্পণ করা হয়।
এদিকে, শিবগঞ্জ উপজেলা পরিষদের সামনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মুর্যালে পুস্পস্তবক অর্পণ ও দোয়া মোনাজাতের মাধ্যমে দিবসটি পালিত হয়েছে।
এসময় চাঁপাইনবাবগঞ্জ-১ (শিবগঞ্জ) আসনের সংসদ সদস্য ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুল, উপজেলা চেয়ারম্যান সৈয়দ নজরুল ইসলাম, পৌর মেয়র কারিবুল হক রাজিন, উপজেলা আওয়ামিলীগের সভাপতি নজমুল কবির মুক্তা, ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা আব্দুল আওয়াল গনি জোহা উপস্থিত ছিলেন।
এছাড়াও, বিভিন্ন সংগঠন আলাদা আলাদাভাবে অনুষ্ঠানে মধ্য দিয়ে বিজয় দিবস পালিত পালন করেছেন।
এনএফ৭১/জেএস/২০২০
বিষয়: সংসদ সদস্য জেলা মুক্তিযোদ্ধা ইউনিট জেলা মুক্তিযোদ্ধা ইউনিট জেলা পরিষদ আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগ মহিলালীগ যুব মহিলালীগ সিভিল সার্জন অফিস রাজনৈতিক সামাজিক সাংস্কৃতিক সংগঠন
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।