কুষ্টিয়ায় পৃথক হত্যা মামলায় ৬ জনের যাবজ্জীবন

কুষ্টিয়া থেকে | প্রকাশিত: ১২ আগষ্ট ২০২২, ০৫:৫৫

কুষ্টিয়ায় পৃথক হত্যা মামলায় ৬ জনের যাবজ্জীবন

কুষ্টিয়ায় হত্যা মামলায় চার জেএমবিকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। এছাড়া অপর একটি হত্যা মামলায় চাচা-ভাতিজাকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। 

বৃহস্পতিবার (১১ আগস্ট) দুপুরে কুষ্টিয়ার অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. তাজুল ইসলাম এ দুটি হত্যা মামলার রায় ঘোষণা করেন।

এর মধ্যে হোমিও চিকিৎসক সানাউর রহমান হত্যা মামলায় যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত চার জেএমবি সদস্য হলো- কুষ্টিয়া সদর উপজেলার খাজানগর এলাকার মজিবুর রহমানের পুত্র আজিজুর ইসলাম, কুবুরহাট দোস্তপাড়ার সামাদ সর্দারের ছেলে জয়নাল সর্দার, মাদ্রাসাপাড়ার আজিজুল হক খানের ছেলে সাইফুল ইসলাম খান ও জেলার দৌলতপুর উপজেলার রামকৃষ্ণপুর গ্রামের  আব্দুর রহমান ওরফে কালা কাজীর ছেলে সাইজুদ্দিন কাজী।




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top