বড়পুকুরিয়া কয়লাখনি এলাকার ক্ষতিগ্রস্ত এলাকাবাসীর মানববন্ধনে আলটিমেটাম
দিনাজপুর থেকে | প্রকাশিত: ১২ আগষ্ট ২০২২, ১০:৩৭
দিনাজপুরের পার্বতীপুরে বড়পুকুরিয়া কয়লাখনি এলাকার ক্ষতিগ্রস্ত এলাকাবাসী বিক্ষোভ ও মানববন্ধনে কয়লাখনি কর্র্তৃপক্ষকে ক্ষতিপূরন প্রদানের ১৭দিনের আলটিমেটাম দিয়েছে। এর মধ্যে পাওনাদি পরিশোধ না করলে ২৮ আগষ্ট থেকে বিক্ষোভসহ অনশন কর্মসূচী পালন করবে।
আজ বৃহস্পতিবার সকাল ১০টায় বড়পুকুরিয়া স্কুল এন্ড কলেজ মাঠে ক্ষতিগ্রস্ত এলাকাবাসীর সংগঠন জীবন ও সম্পদ রক্ষা কমিটির ডাকে এলাকাবাসী বিক্ষোভ মিছিল বের করে বাজার এলাকা প্রদক্ষিন করে। পরে সেখানে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে উক্ত কমিটির সভাপতি রফিকুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন কমিটির প্রধান উপদেষ্টা ইব্রাহিম খলিল, রুহুল আমিন, বোরহান আলী, লিয়াকত আলী প্রমুখ। এ সময় ৯নং হামিদপুর ইউপি চেয়ারম্যান রেজওয়ানুল হক সহ ক্ষতিগ্রস্ত ৫শতাধিক নারীপুরুষ অংশ গ্রহন করেন।
মানববন্ধন সমাবেশে প্রধান উপদেষ্টা ইব্রাহিম খলিল ঘোষনা দেন, আগামী ২৭ আগষ্টের মধ্যে ক্ষতিগ্রস্ত এলাকাবাসী যাবতীয় পাওনাদি পরিশোধ না করলে বিক্ষোভ সমাবেশ, অনশন সহ বৃহত্তর আন্দোলন শুরু করা হবে। তাই ক্ষতিপূরনের নামে হয়রানি বন্ধ করে উক্ত সময়ের মধ্যে আমাদের পাওনাদি পরিশোধ করুন।
উল্লেখ্য, এর আগে গত ২৮ জুলাই বিক্ষোভ সমাবেশ করে ১০ আগষ্ট পর্যন্ত পাওনাদি পরিশোধের আলটিমেটাম দিয়েছিল।
এনএফ৭১/আরআর/২০২২
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।