পার্বতীপুরে সর্টসার্কিটের আগুনে জেলে পরিবার সর্বশান্ত
দিনাজপুর থেকে | প্রকাশিত: ১৪ আগষ্ট ২০২২, ০৯:৫৫
দিনাজপুরের পার্বতীপুরে সর্টসার্কিটের আগুনে এক জেলে পরিবার সর্বশান্ত হয়েছে। আগুনে বাড়ীর তিনটি ঘর মালামালসহ পুড়ে ছাই হয়ে গেছে এবং পরিবারের লোকেরা খোলা আকাশের নিচে রাত কাটিয়েছে। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে উপজেলার রামপুর ইউনিয়নের জমিরহাট প্রামানিক দাসপাড়া গ্রামের জেলে কাজল দাসের বাড়ীতে।
কাজল দাসের বৃদ্ধ মা সুরো বালা জানান, গতকাল শুক্রবার রাত পৌনে ৮টার দিকে বাড়িতে আগুন ধরে দাউ দাউ করে জ্বলতে থাকে। আমরা দৌড়ে পালিয়ে জীবনে রক্ষা পেয়েছি। অল্প সময়ের আগুনে ঘরে থাকা টিভি, সিলিং ফ্যান, ১০ হাজার টাকা, হাঁস, মুরগি, খাট, শো-কেস, ট্রাং সহ মূল্যবান জিনিসপত্র সব আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। ফায়ার সার্ভিস পরে আসে। স্থানীয় ইউপি সদস্য আহসান হাবিব বলেন, পরিবারটি খুব অসহায়, আগুনে তাদের সবকিছু শেষ হয়ে গেছে। হাটের লোকজন দৌড়ে এসে আগুন নেভায়।
আজ শনিবার দুপুরে ঘটনাস্থল পরিদর্শন করেন পার্বতীপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব হাফিজুল ইসলাম প্রামানিক ও উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আমজাদ হোসেন। এসময় সাবেক মন্ত্রী মোস্তাফিজুর রহমান ফিজার এমপি ও উপজেলা আওয়ামীলীগের পক্ষ থেকে আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারকে নগদ আর্থিক সহায়তা হিসেবে ১০ হাজার টাকা প্রদান করা হয়।
এনএফ৭১/আরআর/২০২২
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।