বেনাপোল-পেট্রাপোল বন্দর দিয়ে আমদানি-রফতানি বন্ধ

বেনাপোল থেকে | প্রকাশিত: ১৬ আগষ্ট ২০২২, ০২:১৭

বেনাপোল-পেট্রাপোল বন্দর দিয়ে আমদানি-রফতানি বন্ধ

ভারতের স্বাধীনতা দিবস এবং বাংলাদেশে ১৫ আগস্ট জাতীয় শোক দিবস দু-দেশের সরকারি ছুটি থাকায় সোমবার সকাল থেকে বেনাপোল ও পেট্রাপোল বন্দর দিয়ে ভারত-বাংলাদেশের মধ্যে আমদানি-রফতানি বাণিজ্য বন্ধ রয়েছে। এতে দু’দেশের সীমান্তে শত শত পণ্যবাহী ট্রাক আটকা পড়েছে। তবে বেনাপোল বন্দর দিয়ে পাসপোর্টধারী যাত্রী যাতায়াত কার্যক্রম স্বাভাবিক রয়েছে।

ভারতের পেট্রাপোল সিএন্ডএফ এজেন্ট স্টাফ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক কার্ত্তিক চক্রবর্তী বলেন, ‘সোমবার ভারতের স্বাধীনতা দিবসের সরকারি ছুটি থাকায় এ পথে কোনো আমদানি-রফতানি হবে না। মঙ্গলবার সকাল থেকে পুনরায় কার্যক্রম চলবে।’

বেনাপোল স্থলবন্দরের উপ-পরিচালক (ট্রাফিক) মনিরুল ইসলাম বলেন, ‘১৫ আগস্ট সরকারি ছুটি থাকায় আমদানি-রফতানি বন্ধ থাকলেও বন্দর দিয়ে পাসপোর্টযাত্রী যাতায়াত কার্যক্রম স্বাভাবিক রয়েছে।’

 




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top