সিরিজ বোমা হামলার প্রতিবাদে পার্বতীপুরে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ
পার্বতীপুর থেকে | প্রকাশিত: ১৮ আগষ্ট ২০২২, ০৫:৪০

সিরিজ বোমা হামলার প্রতিবাদে পার্বতীপুরে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ
সারা দেশে একযোগে সিরিজ বোমা হামলার প্রতিবাদে দিনাজপুরের পার্বতীপুর উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার সকাল ১১টায় উপজেলা আওয়ামীলীগ কার্যালয় থেকে বিশাল বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে দলীয় কার্যালয়ের সামনে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব হাফিজুল ইসলাম প্রামানিক, সাধারন সম্পাদক আমজাদ হোসেন, যুগ্ম সাধারন সম্পাদক আব্দুর রাজ্জাক সরদার প্রমুখ।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পৌর আওয়ামীলীগের সভাপতি মোশাররফ হোসেন সমাজ, সহ-সভাপতি মামুনুর রশিদ মামুন, সাধারন সম্পাদক গোলাম ফারুক অভি, ভাইস চেয়ারম্যান আমিরুল মোমেনিন মমিন, রুকসানা বারী রুকুসহ দলের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
এনএফ৭১/আরআর/২০২২
বিষয়: বোমা হামলা বিক্ষোভ প্রতিবাদ সমাবেশ
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।