মহাসড়কে পৃথক দুইটি দুর্ঘটনায় ৪জন গুরুতর আহত

বাগেরহাট থেকে | প্রকাশিত: ১৮ আগষ্ট ২০২২, ১০:১৯

মহাসড়কে পৃথক দুইটি দুর্ঘটনায় ৪জন গুরুতর আহত

ঢাকা খুলনা মহাসড়কের ফকিরহাট এলাকায় পৃথক দুইটি সড়ক দুর্ঘটনায় ৪জন গুরুতর আহত হয়েছেন। বুধবার (১৭ আগস্ট) সকাল ৮টায় পিকআপ ভ্যান ও দুপুর ১টায় মোটরসাইকেলে দুর্ঘটনা দুইটি সংঘটিত হয়।

প্রত্যক্ষদর্শী মো. মাসুম বিল্লাহ ও ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের তথ্য থেকে জানা যায়, সকাল ৮টার দিকে কাটাখালী থেকে ঢাকাগামী একটি মুরগী বহনের পিকআপ ভ্যান উপজেলার কানার পুকুর নামক স্থানে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে পাশের খাদে পড়ে। দ্রæতগামী পিকআপটির সামনের অংশ মুহুর্তেই দুমড়ে মুসড়ে যায়। স্থানীয়রা পিকআপের ভেতর আটকা পড়া চালক ও অপর দুইজন সহ মোট ৩জনকে উদ্ধার করে ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। তারা তিনজনই গুরুতর আহত ছিলেন। আহতরা হলেন খুলনা ছোট বয়রা এলাকার মৃত আ. হামিদ ব্যাপারীর ছেলে সফিকুল ইসলাম (৩০), খুলনা ময়লাপোতা এলাকার মো. বাদল (৪৫) ও অপরজনের নাম ঠিকানা পাওয়া যায়নি। তাঁর বয়স আনুমানিক ৩০ বছর।

অপর দিকে ঢাকা খুলনা মহাসড়কের ফকিরহাট সাটের বটতলা নামক স্থানে দ্রæতগামী একটি মটর সাইকেল রাস্তা পাড় হওয়ার সময় এক বৃদ্ধাকে ধাক্কা দেয়। মটরসাইকেলটি ফকিরহাট থেকে খুলনার দিকে যাচ্ছিল। ঘটনার পরে মটরসাইকেলটি দ্রæত স্থান ত্যাগ করে। আহত বৃদ্ধাকে উদ্ধার করে ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে প্রাথমিক চিকিৎসা দিয়ে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। আহত বৃদ্ধা উপজেলার রাজপাট এলাকার মোসলেম উদ্দিনের স্ত্রী জাহানারা বেগম (৬০)।

ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. শেখ সবুজ জানান, হাসপাতালে নিয়ে আসা দুর্ঘটনা কবলিত ৩ জনই গুরুতর আহত। এর মধ্যে বাদল ও অজ্ঞাত ব্যক্তি দুই জনের অবস্থা খুবই সংকটাপন্ন। আহতদের মাথায় ও বুকে মারাত্মক ইনজুরি রয়েছে। অভ্যন্তরীন রক্তক্ষরণ হচ্ছে। উন্নত চিকিৎসার জন্য তাদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। অপর দুর্ঘটনার শিকার জাহানারা বেগমের মাথায় ইন্টারনাল ইনজুরি হওয়ায় বারবার বমি করছিলেন। তাকেও উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

মাদ্রাসাঘাট হাইওয়ে পুলিশ ফাড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আবুল হাসান বলেন, দুর্ঘটনা কবলিত পিকআপটি উদ্ধার করা হয়েছে। আইনি প্রক্রিয়ায় মালিককে তা ফেরত দেওয়া হবে। এছাড়া পালিয়ে যাওয়া মটরসাইকেলটি শনাক্তের চেষ্টা চললে।

এনএফ৭১/আরআর/২০২২




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top