পাবনা জেনারেল হাসপাতালে কর্মবিরতিতে ইন্টার্ন চিকিৎসকরা
পাবনা থেকে | প্রকাশিত: ১৯ আগষ্ট ২০২২, ০৩:৫৩
পাবনা জেনারেল হাসপাতালের ইন্টার্নি চিকিৎসকদের আবাসিক হোস্টেলে পানির সমস্যা সমাধানের দাবিতে কর্মবিরতি পালন করছেন ইন্টার্ন চিকিৎসকেরা।
ইন্টার্ন চিকিৎসক পরিষদের সভাপতি স্বপ্নীল হোসেন অভিযোগ করে বলেন, গত কয়েক মাস ধরে তাদের আবাসিক হোস্টেলের বিভিন্ন তলায় পানি সরবরাহে সমস্যা চলছিল। গত কয়েকদিন ধরে এই সমস্যা প্রকোটআকার ধারন করে। বিষটি হাসপাতাল কর্তৃপক্ষকে জানানো হলেও কর্তৃপক্ষ এ বিষয়ে কার্যকর উদ্যোগ গ্রহণ না করায় আবাসিক হোস্টেলে পানি সরবরাহ নিশ্চিত করার দাবিতে তারা কর্মবিরতি পালন শুরু করে। পানির সংকট সমাধান হওয়ার পরই কর্মবিরতি তুলে নেবেন বলে জানিয়েছেন ইন্টার্ন চিকিৎসকরা।
আর হাসপাতাল হাসপাতালে সহকারী পরিচালক ডাঃ ওমর ফারুক মীর বলেন সমস্যার সমাধানে গণপূর্ত বিভাগের কর্মীরা কাজ করছে আশা করা যায় বিকাল নাগাদ সমস্যা সমাধান হবে।
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।