মহরম আলীসহ ১৩ পুলিশের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থার সুপারিশ
বরগুনা থেকে | প্রকাশিত: ২৩ আগষ্ট ২০২২, ০৫:২২
বরগুনা জেলা ছাত্রলীগের ২ পক্ষের সংঘর্ষের সময় লাঠিপেটার ঘটনায় গঠিত পুলিশের তদন্ত কমিটি অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) মহরম আলীসহ ১৩ পুলিশের বিরুদ্ধে অপরাধের প্রমাণ পেয়েছে। তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার সুপারিশ করেছে কমিটি।
সোমবার বরিশাল রেঞ্জের ডিআইজি এসএম আক্তারুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন।
ডিআইজি বলেন, '১৩ জনের বিরুদ্ধে অভিযোগ পাওয়া গেছে। তাদের আচরণ পুলিশ সার্ভিস রুলের পরিপন্থী হওয়ায় তাদের বিরুদ্ধে কমিটি বিভাগীয় ব্যবস্থা নেওয়ার সুপারিশ করেছে। যেহেতু তাদের মধ্যে একজন অতিরিক্ত পুলিশ সুপার আছেন, আমরা এই রিপোর্ট এখন মন্ত্রনালয়ে পাঠাব পরবর্তী ব্যবস্থা নেওয়ার জন্য।'
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।