৩ দফা দাবী না মানলে আন্দোলনের হুমকি পার্বতীপুরে জ্বালানি তেল ব্যবসায়ীদের প্রতিকী ধর্মঘট পালিত
নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ২৩ আগষ্ট ২০২২, ০৬:৩৫
৩ দফা দাবিতে বাংলাদেশ পেট্রোলিয়াম ডিলার্স, ডিষ্ট্রিবিউটর্স, এজেন্টস এন্ড পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশন রংপুর বিভাগীয় কমিটির ডাকে দিনাজপুরের পার্বতীপুরে একদিনের প্রতিকী ধর্র্মঘট পালিত হয়েছে।
সোমবার সকাল ৬টা থেকে রাজশাহী, রংপুর ও খুলনা বিভাগের সকল ডিপো হতে তেল উত্তোলন বিরত থেকে মালিকগন পার্বতীপুর রেলহেড অয়েল হেড ডিপোর সামনে রাস্তায় প্রতিকী ধর্মঘট ধর্মঘট শুরু করে। মালিক পক্ষের ধর্মঘটের কারনে আজ অয়েল ডিপো থেকে কেউ জ্বালানি তেল উত্তোলন করেনি।
ধর্মঘট চলাকালে বক্তব্য রাখেন দিনাজপুর জেলা পেট্রোল পাম্প ও জ্বালানি তেল পরিবেশক মালিক গ্রুপের সাধারন সম্পাদক এটিএম হাবিবুর রহমান।
তিনি বলেন, জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির সঙ্গে আনুপাতিক হারে জ্বালানি তেল বিক্রির কমিশন বাড়াতে হবে, অয়েল ডিপো হতে ৪০ কি.মি এর বাইরে ট্যাংকলরি ভাড়া বৃদ্ধি করতে হবে এবং পেট্রোল পাম্পের উপর আরোপিত বিভিন্ন সংস্থার লাইসেন্স প্রথা বাতিল করতে হবে। তিনি আরও বলেন, আজকের (২২ আগষ্টের) মধ্যে যদি দাবি মেনে নেওয়া না হয় তাহলে পরবর্তীতে সারাদেশব্যাপী এই আন্দোলনের ডাক দেয়া হবে। রংপুর বিভাগীয় ট্যাংকলরি শ্রমিক ইউনিয়ন মালিক পক্ষের এ ধর্মঘটের সাথে একাত্মতা ঘোষনা করেছে।
বিষয়: জ্বালানি
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।