চাঁদপুরে ধর্ষণ ও হত্যা মামলায় ৪ জনের মৃত্যুদণ্ড

রায়হান রাজীব | প্রকাশিত: ২৪ আগষ্ট ২০২২, ০৭:৪৭

চাঁদপুরে ধর্ষণ ও হত্যা মামলায় ৪ আসামির মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। একই সাথে প্রত্যেককে ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে ৬ মাসের কারাদণ্ড দেয়া হয়েছে।

মঙ্গলবার (২৩শে আগস্ট) চাঁদপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুন্যালের বিচারক জান্নাতুল ফেরদৌস চৌধুরী এই রায় দেন।

মৃত্যদন্ড প্রাপ্তরা হলো- মতলব দক্ষিণ উপজেলার রসুলপুর গ্রামের জিয়া, কামাল মিয়াজী, আবুল বাশার ও মাহমুদা আক্তার। এদের মধ্যে মাহমুদা আক্তার পলাতক রয়েছে। বাকি তিন আসামীর উপস্থিতিতে রায় ঘোষণা করেন বিচারক।

এর আগে, ২০১৩ সালে ২১ মে মাহমুদা আক্তারের সহযোগীতায় রহিমা আক্তার নামের এক নারীকে বাড়ি থেকে ডেকে নিয়ে ধর্ষণ করে আসামিরা। পরে গলাটিপে হত্যা করে মরদেহ বাড়ির পাশে ভুট্টা ক্ষেতে ফেলে রাখে।

পরদিন রহিমা আক্তারের বাবা সফিউল্লাহ মিয়াজী মতলব দক্ষিণ থানায় মামলা করেন। আসামিরা আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়। দীর্ঘ বিচারিক কার্যক্রম শেষে তিন আসামির উপস্থিতিতে আজ মৃত্যুদণ্ডাদেশ দেন বিচারক।




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top