লক্ষ্মীপুরে ডাকাতের হামলায় যুবলীগ নেতা নিহত

নিউজ ফ্লাশ ৭১ | প্রকাশিত: ১৯ ডিসেম্বর ২০২০, ০০:২৯

লক্ষ্মীপুর থেকে:

লক্ষ্মীপুরে মুখোশ পরিহিত অজ্ঞাত ডাকাতের হামলায় মনির হোসেন নামের এক ব্যবসায়ী নিহত হয়েছেন। এ হামলায় গুরুতর আহত হয়েছেন নিহতের স্ত্রী মনিরা বেগম। তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। 

শুক্রবার (১৮ ডিসেম্বর) ভোর রাতে সদর উপজেলার তেওয়ারীগঞ্জ এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় পরিবারের অন্য সদস্যদের বেঁধে রেখে নিহতের বাসা থেকে নগদ ২ লাখ টাকা ও স্বর্ণালংকার লুটে নেয় ডাকাতরা। নিহত মনির স্থানীয় মাটি ব্যবসায়ী। তিনি আলী আহমদ বসুর ছেলে এবং ওয়ার্ড যুবলীগের সভাপতি।

পুলিশ সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে মনির স্থানীয় বিভিন্ন ইটভাটায় মাটি সরবরাহ করে আসছিলেন। বৃহস্পতিবার (১৭ ডিসেম্বর) ব্যাংক থেকে ২ লাখ টাকা তুলে ঘরে রাখেন তিনি। শুক্রবার ভোররাতে তার ঘরের দরজা ভেঙ্গে ১০ থেকে ১২ জনের মুখোশ পরা ডাকাত দল ভেতরে প্রবেশ করে। এসময় পরিবারের সদস্যদের হাত, পা, মুখ বেঁধে ব্যাংক থেকে ওঠানো ওই ২ লাখ টাকা তাদের (ডাকাতদের) দিতে বললে তা না দেয়ায় মনির ও তার স্ত্রীকে এলোপাতাড়ি পিটিয়ে ও কুপিয়ে আহত করে ডাকাতরা। 

আহতদের চিৎকারে এলাকাবাসী এগিয়ে এলে নগদ টাকা ও নগদ স্বর্ণালংকার লুটে নিয়ে পালিয়ে যায় ডাকাতরা। পরে আহতদের উদ্ধার করে প্রথমে লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করান স্বজনরা। পরে অবস্থার অবনতিতে ঢাকায় নেয়ার পথে মনির মারা যায়।

লক্ষ্মীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুর রহমান মিয়া জানান, ডাকাতের হামলায় ব্যবসায়ী মনির নিহত ও তার স্ত্রী আহত হয়েছে। এ ঘটনায় জড়িতদের বিষয়ে পুলিশি অভিযান অব্যাহত আছে।

এনএফ৭১/আরআর/২০২০




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top