কোটালীপাড়ায় দরিদ্রদের মাঝে সেলাই মেশিন ও বাইসাইকেল বিতরণ
গোপালগঞ্জ থেকে | প্রকাশিত: ২৫ আগষ্ট ২০২২, ১০:০২
গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার কান্দি ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে দরিদ্র নারীদের মাঝে সেলাই মেশিন ও শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ করা হয়েছে।
বুধবার (২৪ আগস্ট) বিকেলে কান্দি ইউনিয়ন পরিষদ চত্ত্বরে বসে কান্দি ইউনিয়ন পরিষদ উন্নয়ন সহায়তা তহবিলের আওতায় ২০ জন নারীর মাঝে ২০টি সেলাই মেশিন ও ২০জন শিক্ষার্থীর মাঝে ২০টি বাইসাইকেল বিতরণ করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার ফেরদৌস ওয়াহিদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব সেলাই মেশিন ও বাইসাইকেল বিতরণ করেন।
কান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তুষার মধুর সভাপতিত্বে অনুষ্ঠিত সেলাই মেশিন ও বাইসাইকেল বিতরণ অনুষ্ঠানে গোপালগঞ্জ ডিস্ট্রিক ফ্যাসিলেটর মোঃ রুকুনুজ্জামান, কান্দি ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান সিদ্ধার্থ বাড়ৈসহ ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
বাইসাইকেল পেয়ে শিক্ষার্থী দিপ্তী মন্ডল ও তনু সমাদ্দার আনন্দ প্রকাশ করে বলেন, আগে আমাদের বাড়ি থেকে বিদ্যালয়ে আসতে ও যেতে প্রায় ২ঘন্টা সময় লাগতো। এখন আমরা এই বাইসাইকেলে চড়ে ৩০ মিনিটে বিদ্যালয়ে আসা যাওয়া করতে পারবো। আমাদের অতিরিক্ত এই সময়টা এখন আমরা লেখা পড়ার কাজে ব্যয় করবো।
এনএফ৭১/আরআর/২০২২
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।