যাত্রীর উরুর মাঝ থেকে ২ কেজি স্বর্ণ উদ্ধার
নিউজ ফ্লাশ ৭১ | প্রকাশিত: ১৯ ডিসেম্বর ২০২০, ০১:০২
সিলেট থেকে:
সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে এক যুবকের উরুর ফাঁক থেকে স্বর্ণের চালান উদ্ধার হয়েছে।
শুক্রবার (১৮ ডিসেম্বর) দুবাই থেকে আসা ওই যাত্রীর কাছ থেকে ১৪টি বার ও স্বর্ণালঙ্কারসহ প্রায় ২ কেজি স্বর্ণ উদ্ধার করা হয়। যার বাজারমূল্য প্রায় সোয়া কোটি টাকা।
সিলেট ওসমানী বিমানবন্দরের কাস্টমস ও শুল্ক গোয়েন্দা বিভাগের সহকারী পরিচালক আল আমিন জানান, শুক্রবার সকাল ৮টা ৪৫ মিনিটে দুবাই থেকে আসা বিজি-২৪৮ করে বিমানবন্দরে নামেন ব্রাক্ষণবাড়িয়া কসবা এলাকার জামিল আহমদ। প্রথমে তাকে জিজ্ঞাসাবাদ করলে স্বর্ণের চালানের বিষয়টি অস্বীকার করেন। পরে দেহ তল্লাশি করা হলে তার উরুর ফাঁক থেকে ১৪টি বার ছাড়াও বেশকিছু স্বর্ণালঙ্কার উদ্ধার করা হয়।
এনএফ৭১/আরআর/২০২০
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।