ফকিরহাটে প্রাথমিক শিক্ষার্থীদের বাংলা ভাষার দক্ষতা বাড়াতে চাহিদা নিরূপণ

বাগেরহাট থেকে | প্রকাশিত: ১ সেপ্টেম্বর ২০২২, ০৬:১৪

ফকিরহাটে প্রাথমিক শিক্ষার্থীদের বাংলা ভাষার দক্ষতা বাড়াতে চাহিদা নিরূপণ

বাগেরহাটের ফকিরহাট উপজেলার দুইটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম ও দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থীদের বাংলা ভাষায় দক্ষতা বাড়াতে চাহিদা নিরূপণের (কমিউনিটি নিড এসেসমেন্ট) উদ্যোগ নিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।

ইউএস-এইডের সহায়তায় উপজেলার আট্টাকী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় ও কাহারডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বুধ ও বৃহস্পতিবার ২দিন ব্যাপি এ কার্যক্রম চলমান থাকবে।

উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আশীষ কুমার নন্দী জানান, চাহিদা নিরূপণ কার্যক্রমের অংশ হিসেবে বুধবার (৩১ আগস্ট) আট্টাকা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আগত প্রতিনিধি দল শিক্ষার্থীদের অভিভাবক, শিক্ষক ও ম্যানেজিং কমিটির সাথে মতবিনিময় সভা করেন। সময় উপস্থিত ছিলেন শিক্ষা অধিদপ্তরের শিক্ষা অফিসার মো. দুলাল মিয়া, ইউএস-এইডের কর্মসূচী বিশেষজ্ঞ মঞ্জুর এলাহী, তথ্য সংগ্রহকারী সামিয়া, মো. অণিক, ইউআরসি প্রদর্শক রণজিৎ কুমার মিস্ত্রী, সহকারী প্রদর্শক বিজন কুমার বালা, এটিও এসএম ওয়াহিদুজ্জামান, স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি ফকির কওসার আলী, প্রধান শিক্ষক প্রহলদ দেবনাথ।

এনএফ৭১/আরআর/২০২২




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top