সড়ক ও জনপথের অভিযান

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে উচ্ছেদ অভিযান

নিউজ ফ্লাশ ৭১ | প্রকাশিত: ২১ ডিসেম্বর ২০২০, ০০:৫৫

সিদ্ধিরগঞ্জ থেকে:

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ উপজেলায় সরকারি জমিদখল করে ফুটপাতে অবৈধভাবে গড়ে ওঠা দোকান উচ্ছেদ করেছে সড়ক ও জনপথ বিভাগ। 

রোববার (২০ ডিসেম্বর) বেলা ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত সিদ্ধিরগঞ্জ উপজেলার শিমরাইল এলাকায় সড়ক ও জনপথ অভিযান পরিচালনা করে। এতে সড়ক ও জনপথ বিভাগের উপবিভাগীয় প্রকৌশলী সাখাওয়াত ও উপসহকারী প্রকৌশলী নূরে আলম নেতৃত দেন। 

প্রকৌশলী সাখাওয়াত হোসেন নিউজফ্ল্যাশ৭১- কে জানান, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফুটপাতে সরকারি জায়গা দখল করে অবৈধভাবে আট শতাধিক কাঁচা-পাকা দোকান গড়ে তোলা হয়েছে। যার ফলে জনসাধারণ ও পরিবহন চলাচলে বিঘ্ন ঘটছে। সবার সুবির্ধাথে সরকারি এ জায়গা দখলের লক্ষ্যে ফুটপাতে উচ্ছেদ অভিযান চালানো হচ্ছে। অবৈধ দোকান উচ্ছেদ না হওয়া পর্যন্ত এ অভিযান পরিচালনা করবে সড়ক ও জনপথ বিভাগ। 

এনএফ৭১/জেএস/২০২০




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top