গোপালগঞ্জে সর্বনিম্ন তাপমাত্রা ৮.৫ ডিগ্রী

নিউজ ফ্লাশ ৭১ | প্রকাশিত: ২১ ডিসেম্বর ২০২০, ০১:৪৮

গোপালগঞ্জ থেকে:

গোপালগঞ্জ জেলার উপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাওয়ায় তীব্র শীতে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। জেলার সর্বনিম্ন তাপমাত্রা ৮.৫ ডিগ্রী সেলসিয়াস রেকর্ড করেছে গোপালগঞ্জ আবহাওয়া অফিস।

রোববার (২০ ডিসেম্বর) ভোরে তীব্র কুয়াশার সাথে মৃদু শৈতপ্রবাহ বয়ে যাওয়ায় বেড়েছে শীতের তীব্রতা। তবে বেলা বাড়ার সাথে সাথে সূর্যের মুখ দেখা গেলেও হিমেল হওয়ায় বয়ে যাওয়া শীতের তীব্রতা অনুভূত হচ্ছে। 

শীত আর গরম কাপড়ের অভাবে চরম ভোগান্তিতে পড়েছে ছিন্নমূল, গরীব ও খেটে খাওয়া মানুষেরা। কাজে বের হতে পারছেন না তারা। ভোরে মহাসড়কসহ বিভিন্ন সড়কে হেড লাইট জ্বালিয়ে যানবাহন চলাচল করছে। কৃষকরা জমিতে নামতে পারেনি।

অনেকেই শীতজনিত রোগে আক্রান্ত হয়ে ভীড় করছেন হাসপাতালগুলোতে। এরমধ্যে শিশু ও বৃদ্ধদের সংখ্যা বেশি। বীজতলা নষ্ট হবার অশংকা করেছেন কৃষকেরা।

গরম কাপড় কিনতে পুরানো কাপড়ের দোকানে ছুটছেন নিম্ন আয়ের মানুষেরা। ব্যক্তি পর্যায়ে কম্বল ও কাপড় বিতরণ করা হলেও এখন পর্যন্ত সরকারীভাবে বিতরণ করতে দেখা যায় নি। 

জেলা শহরের পুরাতন বাজার রোড়ের গৃহবধূ সস্পা সাহা বলেন, ভোর আর সন্ধ্যার পর শীতের তীব্রতা বৃদ্ধ পাচ্ছে। বাচ্চাকে সব সময় গরম পোশাক পরিয়ে রাখছি।

একই এলাকার রহিছ উদ্দিন বলেন, শীতের কারনে কাজে বের হতে পারছি না। গরম কাপড়ের জন্য পুরানো কাপড়ের দোকানের উপর ভরসা করতে হচ্ছে।

গোপালগঞ্জ আবহাওয়া অফিসের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা আবু সুফিয়ান জানান, রবিবার সকাল ৬টায় জেলার সর্বনিম্ন তাপমাত্রা ৮.৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। গতকাল শনিবার সকাল ৬টায় জেলার সর্বনিম্ন ৯.১ তাপমাত্রা ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছিল।

আগামী আরও ৪/৫ দিন জেলার উপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাবে বলেও জানান তিনি। 

এনএফ৭১/জেএস/২০২০




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top