• ** জাতীয় ** আমরা জীবাশ্ম জ্বালানির ব্যবহার হ্রাস করেছি : শেখ হাসিনা ** আবারও তিন দিনের ‘হিট অ্যালার্ট’ জারি ** চুয়াডাঙ্গায় হিট স্ট্রোকে দুই নারীর মৃত্যু ** ইউআইইউ ক্যাম্পাসে ‘কৃত্রিম বৃষ্টি’ নিয়ে তোলপাড় সারাদেশ ** সিলেটে মসজিদে যাওয়ার পথে বজ্রপাতে ইমামের মৃত্যু ** নরসিংদীতে হিট স্ট্রোকে যুবকের মৃত্যু ** সব ধরনের সংবাদ জানতে ভিজিট করুন : https://www.newsflash71.com ** সব ধরনের ভিডিও দেখতে ভিজিট করুন : youtube.com/newsflash71 ** লাইক দিন নিউজফ্ল্যাশের ফেসবুক পেইজে : fb/newsflash71bd **


বরগুনায় বঙ্গবন্ধু নৌকা জাদুঘর শীঘ্রই উদ্বোধন

নিউজ ফ্লাশ ৭১ | প্রকাশিত: ২১ ডিসেম্বর ২০২০, ০০:২১

বরগুনায় থেকে:

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবর্ষ উপলক্ষে নৌকা জাদুঘর নির্মাণে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে বরগুনা জেলা প্রশাসন কর্তৃপক্ষ।

জেলা প্রশাসন সূত্রে জানা যায়, কালের পরিক্রমায় দেশের নদী ধ্বংস হচ্ছে এবং সেইসাথে হারিয়ে যাচ্ছে বাহাড়ি ঐতিহ্যের নানা ধরনের নৌকা। একসময় দেশে অনেক রকমের নৌকা ছিল।এক একটি নৌকা ভিন্ন ভিন্ন অঞ্চলের ঐতিহ্য বহন করে, এছাড়া বঙ্গবন্ধুও নৌকায় চলাফেরা করতেন। আগামী প্রজন্মের কাছে নৌকার ঐতিহ্য তুলে ধরতেই এমন উদ্যোগ নেয়া হয়েছে।

জাদুঘরটির অবকাঠামো, বিভিন্ন রকমের নৌকা তৈরীর কাজ পুরোদমে চলছে এবং কাজ প্রায় শেষ। এখানে বিভিন্ন অঞ্চলের ১০০শ টি নৌকা স্থান পাবে এবং নৌকা নিয়ে গবেষণাও করা হবে। এভাবে কাজ এগোতে থাকলে আগামী সপ্তাহের যেকোনো দিন এর উদ্বোধন হতে পারে এমনটি জানিয়েছেন জাদুঘর নির্মাণের কর্মরত কর্তৃপক্ষ।

প্রসঙ্গত, ৮ই অক্টোবর বরগুনা জেলা আইনজীবী সমিতির পাশে পুরনো পাবলিক লাইব্রেরী মাঠে বাংলাদেশের প্রথম নৌকা জাদুঘরের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন জেলা প্রশাসক। বরগুনা কে এ জাদুঘরে মাধ্যমে শুধু দেশবাসী না বিশ্বব্যাপী ও নতুন করে বাংলাদেশকে চিনতে পারবে।

এনএফ৭১/এবিআর/২০২০




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top