পাবনায় ২ সহোদরকে হত্যার প্রতিবাদে গ্রামবাসী ও স্বজনদের মানববন্ধন, বিক্ষোভ
পাবনা থেকে | প্রকাশিত: ১১ সেপ্টেম্বর ২০২২, ১১:১৯
পাবনার সুজানগর উপজেলার তাঁতিবন্দ ইউনিয়নের ভবানীপুরে অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য জাহাঙ্গীর আলম ও তার ভাই মতিউর রহমানকে হত্যার প্রতিবাদে,দোষীদের গ্রেপ্তার ও শাস্তির দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ করেছে গ্রামবাসীরা।
শনিবার দুপুরে ভবানীপুরে নিহত জাহাঙ্গীর আলমের বাড়ির সামনে আঞ্চলিক সড়কে মানববন্ধন চলাকালে বক্তব্য দেন নিহত জাহাঙ্গীর আলমের স্ত্রী জলি পারভীন, ছেলে জুবায়ের খন্দকার, গ্রামবাসী মোস্তাক আহমেদসহ অনেকে। মানববন্ধন শেষে বিক্ষেভ মিছিল বেড় করে তারা। বিক্ষোভ মিছিল শেষে দোষীদের কুশপুত্তলিকায় দাহ করে গ্রামবাসী।
সন্ত্রাসী কর্মকান্ড,চাঁদাবাজী ও মাদক ব্যবসার প্রতিবার করায় গত ২২ আগস্ট সকালে সন্ত্রাসীরা অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য জাহাঙ্গীর আলমকে প্রকাশ্য ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে। এ সময় তার ভাই মতিউর রহমান এগিয়ে আসলে সন্ত্রাসীরা তাকেও কুপিয়ে জখম করে। হাসপাতালে চিকিৎসাধীন মারা যান তিনি। এ ঘটনায় নিহতের ছেলে বাদী হয়ে থানায় মামলা দায়ের করলে পুলিশ ৫ জনকে গ্রেপ্তার করেছে। নিহতের স্বজনদের অভিযোগ অন্য আসামীরা তাদের হুমকি দিচ্ছে।
এনএফ৭১/আরআর/২০২২
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।