পার্বতীপুরে কালিমূর্তি ভাংচুর, গ্রেফতার ১

পার্বতীপুর থেকে | প্রকাশিত: ১২ সেপ্টেম্বর ২০২২, ১১:২৩

পার্বতীপুরে কালিমূর্তি ভাংচুর, গ্রেফতার ১

দিনাজপুরের পার্বতীপুরে মন্দিরের কালি মূর্তির জিহ্বা ও শিবের জটা ভেঙ্গে ফেলায় এলাকাবাসী লিপন চন্দ্র রায় (৩০) নামে এক যুবককে আটক করে থানা পুলিশে সোপর্দ করেছে। সে উপজেলার চন্ডিপুর ইউনিয়নের শালন্দার পোদ্দারপাড়া গ্রামের শ্রী বাবু চন্দ্র রায়ের পুত্র।

জানা যায়, গতকাল শনিবার দিবাগত রাত ১২টার দিকে লিপন চন্দ্র রায় নিকটস্থ বড়হরিপুর পোদ্দারপাড়া কালি মন্দিরের বাঁশের বেড়ার দরজা খুলে মন্দিরের কালি মূর্তির জিহ্বা ও শিবের জটা ভেঙ্গে নিয়ে গিয়ে গ্রামের দোকানদার আঃ রাজ্জাক কে দেখায়। এ সময় সেখানে উপস্থিত পলাশ কুমার ও মিলন হাজরা মিলে লিপন কে আটক করে মন্দিরে গিয়ে ভাঙ্গা মূর্তি দেখতে পায়। পরে থানায় খবর দিলে তাৎক্ষনিক পার্বতীপুর মডেল থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে লিপন চন্দ্রকে আটক করে থানা নিয়ে আসে। এ ব্যাপারে মন্দির কমিটির সভাপতি শ্রী শংকর পোদ্দার বাদী হয়ে থানায় মামলা করেন। আজ রবিবার দুপুরে আসামী লিপন চন্দ্র কে আদালতে সোপর্দ করা হয়েছে।

এনএফ৭১/আরআর/২০২২




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top