আর্মেনিয়ায় ১৪ হাজার সৈন্য নিহত
নিউজ ফ্লাশ ৭১ | প্রকাশিত: ২১ ডিসেম্বর ২০২০, ২১:০১
ইন্টারন্যাশনাল ডেস্ক:
নাগর্নো-কারাবাখ অঞ্চলে আজারবাইজানের সঙ্গে সাম্প্রতিক যুদ্ধে ১৪ হাজারের বেশি সেনা নিহত হয়েছে বলে জানিয়েছে আর্মেনিয়া। এছাড়া, আরও প্রায় এক হাজার সেনার কোনো হদিস পাওয়া যাচ্ছে না বলেও জানিয়েছে দেশটি।
দেশটি জানিয়েছে, ৪৪ দিনের যুদ্ধে তাদের ১৪ হাজার ২৮৬ সেনা নিহত ও ২২ হাজার ৪০০ জন আহত হয়েছে।
আর্মেনিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে রোববার (২০ ডিসেম্বর) আন্তর্জাতিক সংবাদমাধ্যম আরান নিউজ-এ খবর জানিয়েছে।
তবে সাম্প্রতিক যুদ্ধে নাগর্নো-কারাবাখের কোন কোন অঞ্চল আজারবাইজানের নিয়ন্ত্রণে চলে গেছে সে সম্পর্কে আর্মেনিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিবৃতিতে কোনো তথ্য জানানো হয়নি।
প্রসঙ্গত, নাগর্নো-কারাবাখ নিয়ন্ত্রণ নিয়ে গত ২৭ সেপ্টেম্বর আর্মেনিয়া ও আজারবাইজানের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ শুরু হয়। ৪৪ দিন ধরে চলা এই সংঘর্ষে দু’পক্ষের হাজার হাজার সৈন্য ও বেসামরিক নাগরিক হতাহত হয়।
এনএফ৭১/আরআর/২০২০
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।