আরপিএমপির চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নগরীতে শোভাযাত্রা
নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১৭ সেপ্টেম্বর ২০২২, ০৪:১০
রংপুর মেট্রোপলিটন পুলিশের (আরপিএমপি) চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নগরীতে এক বর্ণাঢ্য শোভাযাত্রা আয়োজন করা হয়। শোভাযাত্রাটি পুলিশ কমিশনারের কার্যালয়ের সামনে থেকে বের রংপুর মহানগরীর বঙ্গবন্ধু চত্বর পর্যন্ত প্রদক্ষিণ করে পুনরায় পুলিশ কমিশনার কার্যালয়ে এসে শেষ হয়।
এর আগে শুক্রবার (১৬ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে বেলুন উড়িয়ে বর্ষপূর্তি অনুষ্ঠানের উদ্বোধন করেন আরপিএমপির পুলিশ কমিশনার নুরে আলম মিনা।
এছাড়া র্যালিতে উপস্থিত ছিলেন রংপুর রেঞ্জের ডিআইজি মোহা. আবদুল আলীম মাহমুদ, রংপুর জেলা পুলিশ সুপার মো. ফেরদৌস আলী চৌধুরী, রংপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার মো. সায়ফুজ্জামান ফারুকীসহ বিভিন্ন থানার কর্মকর্তা ও সদস্যরা।
পুলিশ কমিশনার নগরবাসীর প্রত্যক্ষ ও পরোক্ষ সহযোগিতার মাধ্যমে রংপুর মহানগরীকে একটি অপরাধ ও যানজটমুক্ত নিরাপদ নগরী হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন।
এনএফ৭১/আরআর/২০২২
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।