শেরে-বাংলা গোল্ডেন এ্যাওয়ার্ড পেলেন স্বেচ্ছাসেবক লীগ নেতা ইমরুল হাসান
বাগেরহাট থেকে | প্রকাশিত: ১৮ সেপ্টেম্বর ২০২২, ১১:১৯
সাংগঠনিক দক্ষতা ও সমাজসেবায় বিশেষ অবদানের জন্য শেরে-বাংলা গোল্ডেন এ্যাওয়ার্ডে ভূষিত হয়েছেন ফকিরহাট উপজেলা স্বেচ্ছাসেবকলীগের আহ্বায়ক শেখ ইমরুল হাসান।
শনিবার (১৭ সেপ্টেম্বর) রাজধানীর পল্টন টাওয়ারস্থ ইকোনমিক রিপোর্টার্স ফোরাম মিলনায়তনে বাংলাদেশ ওয়েলফেয়ার ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত ‘উপমহাদেশে শিক্ষা বিস্তারে শেরে-বাংলা’র ভূমিকা শীর্ষক আলোচনা সভা ও সম্মাননা প্রদান অনুষ্ঠানে তাঁকে এই সম্মাননা প্রদান করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রম আপিল ট্রাইব্যুনালের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা বিচারপতি এম ফারুক। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন সাবেক উপমন্ত্রী ও ১৪ দলের কেন্দ্রীয় নেতা বীর মুক্তিযোদ্ধা সাদেক সিদ্দিকী।
সম্মাননা পেয়ে অনুভুতি প্রকাশ করতে গিয়ে শেখ ইমরুল হাসান বলেন, কাজের স্বীকৃতি পেয়ে আমি আনন্দিত। এই সম্মাননা আমাকে রাজনৈতিক ভাবে সংগঠনিক কাজে আরো বেশি অনুপ্রেরণা যোগাবে বলে আশা রাখি।
এসময় তিনি ফকিরহাট উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান স্বপন দাশ এবং বাগেরহাট ১ আসনের সংসদ সদস্য জননেতা শেখ হেলাল উদ্দিনকে ধন্যবাদ জানান।
উল্লেখ্য, সমাজসেবক, শিক্ষক ও দক্ষ সংগঠকদের কাজের স্বীকৃতি স্বরূপ এই সম্মাননা প্রদান করা হয় ।
এনএফ৭১/আরআর/২০২২
বিষয়: বাগেরহাট সমাজসেবা স্বেচ্ছাসেবক লীগ
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।