ফকিরহাটে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা

বাগেরহাট থেকে | প্রকাশিত: ১৯ সেপ্টেম্বর ২০২২, ১০:৩১

ফকিরহাটে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা

বাগেরহাটের ফকিরহাট উপজেলার শুভদিয়া ইউনিয়নে অবৈধভাবে সার মজুদ করে রাখার কারণে এক ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। রোববার (১৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন বাগেরহাট জেলাপ্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট রুবাইয়া বিনতে কাশেম।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, উপজেলার শুভদিয়া ইউনিয়নের সততা এন্টারপ্রাইজ নামক একটি প্রতিষ্ঠান সার ডিলারের ব্যবসা পরিচালনা এবং অবৈধভাবে সার মজুদ করে রাখে। এসময় ওই প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে ১০ হাজার টাকা জরিমানা ও কৃষি বিপণন আইন ২০১৮ এ ১টি মামলা হয়।

ফকিরহাট উপজেলা নির্বাহী অফিসার মো. মনোয়ার হোসেন বলেন, বাগেরহাট জেলাপ্রশাসক মহোদয়ের নির্দেশনা অনুযায়ী নির্বাহী ম্যাজিস্ট্রেট রুবাইয়া বিনতে কাশেম ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেছেন। জনস্বার্থে এ অভিযান অব্যহত থাকবে।

এনএফ৭১/আরআর/২০২২




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top