বাসচাপায় ইমাম ও মুয়াজ্জিন নিহত, সড়ক অবরোধ
খুলনা থেকে | প্রকাশিত: ১৯ সেপ্টেম্বর ২০২২, ২২:৪২
খুলনা মহানগরীর হরিণটানা থানার রাজবাঁধ এলাকায় বাসচাপায় মসজিদের ইমাম ও মুয়াজ্জিন নিহত হয়েছেন।
সোমবার (১৯ সেপ্টেম্বর) সকালে হরিণটানা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এমদাদুল হক এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে একই দিন ভোর সাড়ে ৬টায় ওই এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় প্রতিবাদে খুলনা-সাতক্ষীরা মহাসড়ক অবরোধ করে স্থানীয়রা।
নিহতরা হলেন বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার কাটাবুনিয়া এলাকার মো. কাওছার হোসেনের ছেলে হাফেজ মো. শরিফুল ইসলাম (২২) এবং রাজবাঁধ এলাকার মো. মোস্তফার ছেলে মো. বেল্লাল হোসেন (২৫)।
জানা গেছে, আজ সোমবার ভোরে শরিফুল ইসলাম ও বেল্লাল হোসেন রাজবাঁধ থেকে মাদানীনগর মাদরাসায় যাওয়ার জন্য খুলনা-সাতক্ষীরা মহাসড়কে ওঠার সঙ্গে সঙ্গে একটি দ্রুতগামী বাস তাদের চাপা দেয়। এ সময় ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। পরে এ ঘটনার প্রতিবাদে খুলনা-সাতক্ষীরা মহাসড়কে অবরোধ করে স্থানীয়রা।
বিষয়: খুলনা বাসচাপা মুয়াজ্জিন নিহত
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।