এক লাখ ইয়াবাসহ ৩ রোহিঙ্গা গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ২১ সেপ্টেম্বর ২০২২, ০৭:০৩

এক লাখ ইয়াবাসহ ৩ রোহিঙ্গা গ্রেফতার

কক্সবাজারে এক লাখ ইয়াবাসহ ৩ রোহিঙ্গা গ্রেফতার করা হয়েছে। বুধবার (২০ সেপ্টেম্বর) ভোরে উখিয়ার রাজাপালং ইউনিয়নের তুলাতলি বেতবুনিয়া থেকে তাদের গ্রেফতার করে বিজিবি।

গ্রেফতাররা হলো-উখিয়ার কুতুপালংয়ের রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা মো. আব্দুস সালামের ছেলে মো. আলী হোসেন (৩৪), মৃত শহিদুল্লাহর ছেলে মো. ইউনুস (৩৭) ও মো. হাসু মিয়ার ছেলে মো. হোসেন আহম্মেদ (২৫)।

৩৪ বিজিবির অধিনায়ক কর্নেল মো. মেহেদি হোসাইন কবির বলেন, ‘বুধবার ভোর ৪ টায় কয়েকজনকে সীমান্ত এলাকা থেকে আসতে দেখে বিজিবি টহলদল তাদেরকে চ্যালেঞ্জ করে। তারা দৌড়ে পালিয়ে যাওয়ার সময় ৩ জনকে করে আটক করে বিজিবি। এ সময় আরও ২ জন পালিয়ে যায়। পরে আটকদের বিরুদ্ধে উখিয়া থানায় মামলা দায়ের করা হয়।’

কক্সবাজার ও বান্দরবান জেলার সীমান্ত ঘেঁষে মিয়ানমারের অভ্যন্তরে দুই মাস ধরে গোলাগুলির খবর পাওয়া যাচ্ছে। এদিকে বাংলাদেশের পক্ষ থেকে নেওয়া হয়েছে বাড়তি নিরাপত্তা।

 



বিষয়: বিজিবি


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top