দায়িত্বে অবহেলার অভিযোগে পরীক্ষার কেন্দ্র সচিবসহ ২ জনকে অব্যাহতি

নওগাঁ থেকে | প্রকাশিত: ২৩ সেপ্টেম্বর ২০২২, ২৩:২৭

দায়িত্বে অবহেলার অভিযোগে পরীক্ষার কেন্দ্র সচিবসহ ২ জনকে অব্যাহতি

নওগাঁর রাণীনগরে পরীক্ষা কেন্দ্রে দায়িত্বে অবহেলার দায়ে দাখিল পরীক্ষা কেন্দ্র সচিব এবং হলসুপারকে ১৫ হাজার করে মোট ৩০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে পরীক্ষা চলাকালে সব দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহাদাত হুসেইন এই অভিযান পরিচালনা করেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহাদাৎ হুসেইন বলেন, বৃহস্পতিবার এসএসসি ও দাখিল পরীক্ষায় বাংলা দ্বিতীয় পত্র পরীক্ষা চলছিল। পরীক্ষা চলাকালে পরীক্ষা হলে যথাযথ দায়িত্ব পালন না করার অভিযোগ ওঠে।

এ ঘটনায় দুপুরে সদরের আল আমিন দাখিল মাদ্রাসা কেন্দ্রে গিয়ে সত্যতা পাওয়ায় ওই মাদ্রাসার সুপার ও কেন্দ্র সচিব শরিফ উদ্দীন মাজহারীকে ১৫ হাজার টাকা এবং হল সুপার পারইল ইসলামি দাখিল মাদ্রাসার সুপার বেলাল হোসেনকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে পরীক্ষার সব দায়িত্ব থেকে ওই দুই শিক্ষককে অব্যাহতি দেওয়া হয়েছে।




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top