পাবনায় চিনিকল শ্রমিকদের বিক্ষোভ

পাবনা থেকে | প্রকাশিত: ২২ ডিসেম্বর ২০২০, ২১:৩২

পাবনায় চিনিকল বন্ধের প্রতিবাদে এবং আখ মাড়াই কার্যক্রম চালুর দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে আখ চাষি ও মিলের শ্রমিক-কর্মচারীরা। এসময় শ্রমিক-কর্মচারীরা মিলটি চালু না হওয়া পর্যন্ত কর্মবিরতি দিয়ে বিক্ষোভ চলমান রাখার ঘোষণা দেয়। 

মঙ্গলবার (২২ ডিসেম্বর) সকাল ৯টা থেকে পাবনার ঈশ্বরদীর দাশুড়িয়া কালিকাপুর চিনিকলের প্রধান ফটকের সামনে টায়ারে আগুন ধরিয়ে বিক্ষোভ সমাবেশ করে আখ চাষি ও শ্রমিক-কর্মচারীরা।  

সমাবেশে শ্রমিকরা জানান, পাবনার আখ দিয়ে পাবনা চিনিকল চলবে, অন্য কোন মিলে আখ দেওয়া হবে না। মিলটি চালু না হলে শ্রমিক-কর্মচারীর কর্মবিরতি বিক্ষোভ চলমান থাকবে।

ভুক্তভোগী আখ চাষীরা জানান, এ বছর ঈশ্বরদীতে প্রায় ৫ হাজার কৃষক জমিতে আখ চাষ করেছেন। এখন আখ কাঁটার উপযোগী হয়েছে। এসময় মিলটি বন্ধ হলে ক্ষতিগ্রস্ত হবে চাষীরা।

সকাল থেকে নিরাপত্তার জন্য অতিরিক্ত পুলিশ মোতায়েন করেছে প্রশাসন। এ বিষয়ে পুলিশের পক্ষ থেকে কোন মতামত পাওয়া যায়নি।

এনএফ৭১/এবিআর/আরআর/২০২০




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top