ফকিরহাটে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা ও উচ্ছেদ অভিযান

বাগেরহাট থেকে | প্রকাশিত: ২৫ সেপ্টেম্বর ২০২২, ০৯:৪২

ফকিরহাটে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা ও উচ্ছেদ অভিযান

বাগেরহাটের ফকিরহাটে দুইটি প্রতিষ্ঠানকে ৬০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আলাদত। শনিবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মনোয়ার হোসেন।

সংশ্লিষ্ট সূত্র জানায়, উপজেলার ব্যস্ততম কাটাখালী মোড় এলাকায় ভাই ভাই আয়রন ষ্টোর নামে পুরানো লোহা লক্কর ও ভাঙ্গারী দোকান মালিক মো. জসিম উদ্দিনের কে পরিবেশ দুষণের কারণে পরিবেশ সংরক্ষণ আইনে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া ভোক্তা অধিকার আইনে বিসমিল্লাহ্‌ টেলিকমকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

একই সময় ভ্রাম্যমাণ আদালত কাটাখালী মোড় এলাকার সরকারি খাল ও সরকারি রাস্তা অবৈধ ভাবে দখল করে রাখা বিভিন্ন স্থাপনা উচ্ছেদ কার্যক্রম পরিচালনা করেন। অভিযান পরিচালনায় সহায়তা করেন মডেল থানার এস আই সনজিব কুমার পাল সহ পুলিশের একটি দল।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মনোয়ার হোসেন বলেন, বাগেরহাট জেলা প্রশাসক মহোদয়ের নির্দেশনা অনুযায়ী জনস্বার্থে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়। জনস্বার্থে এ অভিযান অব্যহত থাকবে।

এনএফ৭১/আরআর/২০২২




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top