টানা ছুটিতে সৈকতে উপচে পড়া ভিড়
নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ৩ অক্টোবর ২০২২, ০৫:৪১
টানা ৯ দিনের ছুটিতে সৈকতের শহর কক্সবাজারে বেড়াতে এসেছেন লক্ষাধিক পর্যটক। এদিকে লঘুচাপের কারণে সমুদ্র কিছুটা উত্তাল রয়েছে। আর তাই পর্যটকদের নিরাপত্তায় লাইফগার্ড, ট্যুরিস্ট পুলিশ ও বিচ কর্মীরা সচেতনতামূলক মাইকিং করছেন।
রোববার (২ অক্টোবর) সকাল থেকে সমুদ্র সৈকতের কলাতলী, সুগন্ধা, সীগাল, লাবণী, শৈবাল ও কবিতাচত্বর পয়েন্টে পর্যটকের উডচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে।
এদিকে কক্সবাজারে আশানুরূপ পর্যটকের দেখা পাচ্ছেন বলে জানিয়েছেন হোটেল-মোটেল গেস্ট হাউস মালিক সমিতির সভাপতি আবুল কাসেম সিকদার।
কক্সবাজার আবহাওয়া অফিস সূত্রে জানা যায়, বঙ্গোপসাগর এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। যার কারণে কক্সবাজারে অস্থায়ীভাবে দমকা হাওয়া বিজলি চমকানোসহ হালকা থেকে মাঝারি ধরণের বৃষ্টি এবং বজ্রসহ বৃষ্টি হতে পারে।
কক্সবাজার ট্যুরিস্ট জোনের সহকারী পুলিশ সুপার চৌধুরী মিজানুজ্জামান বলেন, ‘পর্যটকদের নিরাপত্তা নিশ্চিতের জন্য সার্বক্ষণিক সজাগ রয়েছে ট্যুরিস্ট পুলিশ। সাগরের অবস্থা ও পরিস্থিতি নিয়ে ট্যুরিস্ট পুলিশের জনসচেতনতামলূক মাইকিং অব্যাহত আছে। সৈকতের প্রতিটি পয়েন্টে বিভিন্ন টিমে ভাগ হয়ে নিরলসভাবে কাজ করে যাচ্ছে আমাদের সদস্যরা। সৈকতে আমাদের গোয়েন্দা নজরদারি রয়েছে। কোনো পর্যটককে হয়রানির চেষ্টা করলে আমরা দুষ্কৃতিকারীকে সঙ্গে সঙ্গে আইনের আওতায় আনবো।’
তিনি আরও বলেন, ‘পর্যটন খাতের উন্নয়নে ট্যুরিস্ট পুলিশ আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে।’
এনএফঅ৭১/আরআর/২০২২
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।