গোপালগঞ্জ শিশু পরিবার

এক শিক্ষার্থীর মৃত্যুকে ঘিরে ধোঁয়াশা

গোপালগঞ্জ থেকে: | প্রকাশিত: ২৩ ডিসেম্বর ২০২০, ২১:১১

গোপালগঞ্জের শিশু পরিবারের শিক্ষার্থী জোবায়ের রহমানকে (১২) হত্যার অভিযোগে উঠেছে। মঙ্গলবার (২২ ডিসেম্বর) দুপুরে শিশু পরিবারের দোতালার এ ঘটনা ঘটে।

এ ঘটনায় শিশু পরিবার কর্তৃপক্ষ এটিকে আত্মহত্যা বললেও পরিবারের দাবি হত্যা করা হয়েছে জোবায়েরকে। ওই শিক্ষার্থীর মৃত্যুকে ঘিরে ধোঁয়াশার তৈরি হয়েছে। 

তবে জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসন শিশুটির মৃত্যু রহস্য উদঘাটনে কাজ করেছে। ইতিমধ্যে জেলা প্রশাসক শাহিদা সুলতানা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। 

নিহত শিশু জোবায়ের রহমান নড়াইল জেলার নড়াগাতি থানার তেলকাড়া গ্রামের ইঞ্জিল খার ছেলে। নিহত জোবায়ের গোপালগঞ্জ জেলা সদরের শিশু পরিবারের ৪র্থ শ্রেণীর ছাত্র। 

গোপালগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ মোঃ মনিরুল ইসলাম জানিয়েছেন, মঙ্গলবার দুপুরে শিশু পরিবারের দোতালার বেলকোনিতে থাকা কাপড় শুকানো বাঁশের সাথে গামছা দিয়ে ফাঁস লাগানো অবস্থায় শিশু জোবায়ের রহমানকে ঝুলতে দেখে শিশু পরিবারের লোকজন। পরে তাকে উদ্ধার করে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ওসি আরও বলেন, শিশুটির স্বজনরা মৌখিকভাবে অভিযোগ করেছেন যে, শিশুটিকে হত্যা করা হয়েছে। 

শিশু পরিবারের উপ-তত্ত্বাবধায়ক মো: মোশারফ হোসেন জানিয়েছেন, শিশুটি খেলতে খেলতে গামছায় গলায় ফাঁস লাগতে পারে এবং এভাবে তার হয়তো মৃত্যু হয়েছে। শিশুটির সাথে প্রতিষ্ঠানের কোন শিক্ষার্থীরও মনোমালিন্য ছিল বলে তার জানা নেই।

নিহত জোবায়েরের খালু তারেক শেখ জানান, তার ভাগ্নেকে হত্যা করে লাশ ঝুলিয়ে রাখা হয়েছে। সঠিক তদন্তের মাধ্যমে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান তিনি।

জেলা প্রশাসক শাহিদা সুলতানা বলেছেন, 'এটি অত্যন্ত দুঃখের বিষয়। আমি পুলিশকে বলেছি তদন্ত পূর্বক ব্যবস্থা নেয়ার জন্য।'

এনএফ৭১/জেএস/২০২০




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top