কোস্টগার্ডের অভিযান

১টি ভারতীয় ফিশিং ট্রলারসহ ১৬ জন জেলে আটক 

মংলা থেকে:  | প্রকাশিত: ২৪ ডিসেম্বর ২০২০, ০১:১৩

অবৈধভাবে বাংলাদেশের জলসীমায় অনুপ্রবেশকারী ১টি ভারতীয় কাঠের ট্রলার (এফবি মঙ্গল চন্ডী-৭) সহ ১৬ জন জেলেকে আটক করেছে কোস্ট গার্ড। 

বাংলাদেশ কোস্ট গার্ড জানিয়েছে, সোমবার (২২ ডিসেম্বর) আনুমানিক রাত দশটা ৫০ মিনিটের দিকে কোস্ট গার্ড পশ্চিম জোনের জাহাজ অপরাজেয় বাংলা গভীর সমুদ্রে টহল দেয়। এসময় বাংলাদেশের জলসীমায় অবৈধভাবে প্রবেশকারী ফিসিং ট্রলার (এফবি মঙ্গল চন্ডী-৭) বাংলাদেশ-ভারত জলসীমার ১০.২ নটিকাল মাইল ভেতরে মাছ ধরতে দেখে। 

পরবর্তীতে উক্ত বোট কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে পিছু ধাওয়া করে বোটটিকে আটক করে। 

এ সময় তাদের কাছে কোন রকম আগ্নেয়াস্ত্র পাওয়া যায়নি। পরবর্তীতে আটককৃত ট্রলার ও ১৬ জন জেলেকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য মংলা থানায় হস্তান্তর করা হয়। ট্রলারে আটককৃত মাছ মংলা মৎস্য কর্মকর্তার নিকট হস্তান্তর করা হয়। 

এনএফ৭১/এনএম/২০২০




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top